কবিতা: পোস্টাবিসযাত্রা

দিবার উপরিভাগ ধীরে তপ্ত। মাঝে ফাটলসম প্রচ্ছায়া নামে। সম্মুখে ডোবা, তাহার পৈঠায় ডানপদ জলে নামাইয়া, বামটি তীরে, এক বামা সবেধন বস্ত্র ধোয়। বিড়াল কৃষ্ণবাদামি, ভীত রাজমহিষীর মতো পথ ঘেঁষিয়া দাঁড়ায় ও মাথার উপর কাক উড়িলে পলায়ন করে।

ন’টা কুড়ি বাজিতেছে — অর্থ লোকাল ছুটিল। দূরে নাইটিপরা স্ত্রীলোক ও তাহার কন্যা, শুধু জাঙিয়া। এই উঠিব-উঠিব বেলায় বড় মনে হয়, হে বিশ্ববিধাতৃ, কেন বক্ষ হইতে হৃদপিণ্ডসম স্মৃতি কাড়িলে, ওষ্ঠ হইতে নতুন শব্দের স্ফোটগুলি? হে মায়াবি, পাগল শুনাইলে বারবার, অথচ শিরায় রাখিলে অ্যালুমিনিয়াম-স্থিরতা!

এইরূপে ভাঙিয়া পড়িলাম — হতাশা-গর্বিত। রোদ যখন দ্বিপ্রহরের বুকে শান বাঁধাইতেছেন, ময়লা পাঞ্জাবির পুন: পুন: পোস্টাবিসযাত্রার মধ্য দিয়া আমার নির্ঘন্ট পুরিয়া সদগতি আসিল। এক মুহূর্তের চোখমুখ-অন্ধকার — এজীবনে সঞ্চিত জ্ঞানের আভা মাটি হইতে জাগিয়া গোলাপরজনীদলে ঘিরিল শরীর। শেষ হইলাম — ভস্ম-গর্বিত; কেন না
ইচ্ছাগুলি আজও ইরেকটেড।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১৪-০৩-২০১৭ | ৭:৩৭ |

    Smile সুন্দর গদ্যে যাপিত জীবনের গল্প উঠে এসেছে। শুভ সকাল প্রিয় চন্দন দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...