রেডিমেড গল্প, পুরনো গল্পটা তোমার,
রূপালি বরফ ঢেউয়ের মতো ভাসছিল
এক চৈতি জ্যোৎস্নার শাদা রাজহাঁস- থলথলে মাছগন্ধ শরীর ভেসে আসছে
কী এক উন্মাদ রোদ্দুর স্নান-এ পথে
প্রেমে-প্রেমে পরিত্রাণের আমল ওড়ে
লটকে থাকে মোহন দোলনায় ভ্রু-চোখ
শুধু শব্দহীন কঠিন পাথরে দেখছিলাম
যেন নৈঃশব্দ্যের ছায়াপথ মাড়িয়ে যায়
আগুন নদী নেভাবার দমকল

