দরিরাম পুরের দুখু মিয়া পারেনি দমিতে।
দুঃখিদের নিপীড়ন পারেনি সহিতে।
সামাজিক বিভেদের সংগ্রামী সৈনিক।
জাতীয় চেতনায় নির্ভয় নির্ভিক।
ক্ষুরধার লেখনি তার শানিত অস্ত্র।
সাবলিল ভাষা তার ঐন্দ্রজালিক মন্ত্র।
কাব্যের ঝংকারে দূর্বিনীতদের করেছেন শত কষাঘাত।
শ্রাদ্ধ্ করেছেন রূপকের ছলে করেছেন পদাঘাত।
গেয়েছেন সাম্যের গান হয়ে মহিয়ান।
জাতি ধর্ম নির্বিশেষে হয়ে বলিয়ান।
গানে গানে উজ্জীবিত করেছেন