আকাশের বুকে মেঘের ভেলা
পৃথিবীর বুক বিষাদে ভার
ধরার বুকে অশ্রু ফেলে
বর্ষা আনিল মধুময় আষাঢ় ।
সকাল সন্ধ্যা কাঁদছে বধু
নৌকায় যাবে বাপের বাড়ি;
আড়িয়াল বিলে হাসছে শাপলা
কাটে না দিন আর মা’কে ছাড়ি।
শালুক তুলিতে জলকেলিতে
কত না মধুর হারানো দিনগুলো;
বকুনি সহেছি মা’র কত না নীরবে
মজিতাম খেলায় উড়িয়ে ধুলো।
খুনসুটিতে ছোট ভাইকে