ঊর্ণি তোমার চুলের মাঝে চাঁদবণিকের নূপুর বাজে
ঊর্ণি তোমার গন্ধে মাতাল গন্ধগোকুল আসে।
রাতবিরেতে চাঁদ ঢেলে যায় জ্যোৎস্নারঙা জলপিপাসা
ঊর্ণি তোমার ছড়-ভায়োলিন চোখের জলে ভাসে।
জৈষ্ঠ্য মাসে শ্রাবণ ভাসায় সুখচরাচর লোক উপকূল
হঠাৎ কেন অসময়ী কালবৈশাখী ঝড়ঝনখন্
শুদ্ধস্বরের কেতাবী গীত নামিয়ে মাথা মুছছে হৃদয়
চিহ্ন যত এঁকেছিলে রক্তসিঁদুর বিকেলবেলায়।
ঊর্ণি তোমার দিনরাত্তির