তোমার কোনো পরিচয় নাই,
আমি যদি ডাক না দেই
আমি তোমার ছবির বাহক
সাথেই আছি- কোথায় নেই!
১। সব কর্তৃত্ব আমায় ঘিরে
পাপ আর পূণ্যের সব বিচার,
তোমার হুকুম পালন করি-
আমার তো নাই অধিকার,
আমি ছাড়া তুমি বেকার,
লুকিয়ে আছ আলোতেই ।।
২। যুগে যুগে তোমায় খুঁজে
করছে যারা আত্মদান,
কোথায়
আমার ভাবনা গুলো
শুধু তোমাকেই ছুঁয়ে যায়
কোন এক শুভ্র বিকেল
মায়াবী তোমার বারান্দায়।
তুমি আমার স্বপ্ন ঘুড়ি
উড়ো হৃদয় ক্যানভাসে
ভালোবাসার এক বিকেলে
উড়বো তোমায় নিয়ে।
দিন ছিল রোদ্র ঝলমল
গোধূলির আবির মাখা
শীতল তোমার রেশমী চুল
তোমাকেই ছুঁয়ে দেখা।
কাশফুলের পাপড়ি গুলো
প্রজাপতির ডানায় চড়ে
এসে ছিল কোন এক বিকেলে
তোমায় ছুঁয়ে যাব
মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়।
নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।
মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।
একটি আধুনিক গান।। আপন মনে পৃথিবীর ছবি
আপন মনে পৃথিবীর ছবি আঁকতে হয়তো চাইনি
তাই বলেই মেঘের ছায়ায় নিশীতে হারিয়ে যাইনি।
** হারিয়ে যাওয়ার সাধনা জীবনে
সবাই হয়তো পারে না,
রাগ-সংরাগে ডুবার অসুখ
সকল ওষুধে সারে না,
সেজন্যেই আগুনের দিকে তাকাবার সাহস পাইনি।।
** ছবি আঁকে যারা তারা তো পারে না
নিজের ছবি
নদী চলে ঢেউয়ের তালে
ছলাৎছলাৎ সুরে,
পাহাড় কাঁদে জলের সুরে
কাকে মনে করে।
কেউ কি পারো দিতে বলে
কার ইশারায় সূর্য উঠে,
চন্দ্র ডুবে, রাত্রি নামায় ধরায়।
সে তো তুমি প্রভু, তুমি,সে তো তুমি।
পাখির ডাকে মধুর সুরে
গায় আল্লা মহান,
ফুলের বাগে সুভাষ ভরে
রহমতের ই ঘ্রাণ।
কেউ কি পারো দিতে বলে
কার ইশারায় ফুল
জাগো মুসলিম জাগো, জাগো মুসলিম জাগো
এসেছে সময়ে ডাক এসো হাতে হাত রাখো।
ওয়াদার নামে ওরা করে আয়না বাজি
টাকার জোরে ওরা করে শুধু কারসাজি।
ওরা দালাল ওরা ভন্ড,
ওরা দেশটাকে করেছে নষ্ট।
ইসলাম নয় জঙ্গি ইসলাম নয় সন্ত্রাস
ইসলাম মানে শান্তি নেই কোন ত্রাস।
মনে
লিখতে বলেছিলে গান
হয়নি লিখা আজো তাই
আকাশ ছেয়ে গেছে মেঘে
বসন্ত আসেনি, বহেনি বাতাস
ওঠেনি চাঁদ এখনও বসে আছি নিশি জেগে।।
ফিরায়ে দিয়েছিলে তুমি
হয়নি দেখা সেই দিন
সেই থেকে আজো ভরে আছে মোর বীণ
হৃদয়ে আজো তুমি তো আছ
সঙ্গীত|
৫ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩২০ বার দেখা
| ৫২ শব্দ ১টি ছবি
দূর পাহাড়ের পাশে
আকাশ হলো মেঘলা
একটু পরে নামল ধীরে
তুহিন মাখা বাদলা।।
এমন দিনে পথের পরে
কে চলে গো একলা,
বৃষ্টি নামে রিম ঝিমিয়ে
পথ চলে সে গুন গুনিয়ে,
একা একা যায় সে কোথায়
খানিক আঁচল উড়িয়ে মাথায়।।
ভিজল আঁচল পা যে পিছল
কলসি নিয়ে কাঁখে
যায় কি নদীর
সঙ্গীত|
৯ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৮৪২ বার দেখা
| ৭১ শব্দ ১টি ছবি
একটি বাউল গান [] তোমার কোনো পরিচয় নাই
তোমার কোনো পরিচয় নাই,
আমি যদি ডাক না দেই
আমি তোমার ছবির বাহক
সাথেই আছি- কোথায় নেই!
১। সব কর্তৃত্ব আমায় ঘিরে
পাপ আর পূণ্যের সব বিচার,
তোমার হুকুম পালন করি-
আমার তো নাই অধিকার,
আমি ছাড়া তুমি বেকার,
লুকিয়ে আছ আলোতেই ।।
২। যুগে যুগে তোমায়