সকাল থেকে এই নিয়ে চার নম্বর ভিখারি। পেট ডুগ্রে গলা সরু একটা ন্যাংটো বাচ্চা কোলে তার মা এসে দাঁড়িয়েছে। বাচ্চাটার দু’নাক দিয়ে মোটা হলদে সিক্নি। মাঝেমাঝে নাক টানলে বেরিয়ে পড়ছে সিক্নির নীচে দুটো লম্বা লাল ঘায়ের দাগ। প্রতিবার রান্নার চাল নেওয়ার পর হাঁড়ি থেকে

