সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে!
সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে,
আমার বিদায় ঘণ্টা বাজছে।
বেধে দেওয়া সময় থেকে,
সময় তো কমে যাচ্ছে!
এসেছিলাম যখন এই ভবে,
আগমনী বার্তা জেনেছিল সবে।
জানা নেই বিদায়ের সময়সূচী,
বিদায়ের শেষদিনটি হবে কবে?
এসেছিলাম ভবে পরের জন্য,
যা করেছি শুধু নিজের জন্য।
ক্ষুধার্তের মুখে দেইনি আহার,
নিজে খেয়ে হয়েছি