মার নাড়ি কেটে
উষ্ণ জঠর ফেলে আলাাদা সেই কবে
আবারো বাঁধা পড়েছি মায়ার বন্ধনে;
কত সে ঘষাঘষি
শীল-পাটার ভেতরে ঐ লঙ্কার মতো
কত রক্ত ঝরাঝরি নিঠুর নিষ্পেষণে।
পেরিয়ে এসেছি
শত বনভূমি স্বপ্নের কোলাহল সীমা
বিস্তীর্ণ মাঠ কত নদ নদী কত সমুদ্র;
কাদা আর ধূলি স্তূপে
আটকে গেছি কখনো, অজানা কৃত্রিম
নিয়তির হাসিতে মন