ভয়ঙ্কর আর্তনাদ, মানুষের কাতর মুখ
দ্যাখি, সততই খাই ভ্যাবাচেকা;
ধ্বংস বহুরূপী যেন তারা বড়ই উন্মুখ
ধরিত্রী বুকে উড়ায় পতাকা।
রঙ বেরঙের মুখে কত ডঙের মুখোশ
চোখে ভালোবাসা, অন্তরে শূল;
ঝাপসা হাতছানিতে পাগল তবু মানুষ
করে নিক্ষিপ্ত হৃদয়ে বিষ হুল।
প্রাণ স্পন্দন চাবি আছে যেন পকেটে
সুখের তালা খুলে সাধ্য কার;
ব্যর্থ ব্যথিত ভাবে লিপিবদ্ধ