উর্মির ভাঁজে গুঁড়ো নীল জলবিন্দুর উচ্ছাস
শুন্যে উঠেই একে অন্যের সাথে বিলীন হয়ে যায়,
অপ্রত্যাশিত আবেগের জোয়ার এলে ভালোবাসায়
দুটি হৃদয় মিলিয়ে যায় একে অন্যের অস্তিত্বের সাথে।
ভালবাসার রক্তিম লাভা রেখে যায়
হৃদয়ের আকাশে উদগীরিত আবেগ,
অপ্রত্যাশিত বিচ্ছুরিত প্রেমে
হৃদয় আচ্ছন্ন হয় মোলায়েম জোৎস্নায়।
প্রেমিক প্রেমিকার বুকের অতলান্তিকে
প্রেম যেন আসে