দিবাস্বপ্ন
পাশের পার্কে শিশুদের হল্লা
মায়েরা পরকীয়া চর্চায়
পিতারা মদিরার ক্যানে
বাসস্টপের ব্যানারে উত্থিত
বক্ষের প্রতিমা
সাড়ে বারো বাস
তেত্রিশ মিনিট লেট
ঘড়িতে তিনটা তেতাল্লিশ
বাসস্টপের পাশে পার্ক
ঘাসের উপর সাঁটা বেঞ্চে
তিরিশ মিনিটের বিরতি
হঠাৎ অভিঘাতী মেঘের মতো
তেড়ে আসে উত্থিত বক্ষা
তাকে সামলাতে গিয়ে
জড়িয়ে যাই নিদারুণ বেকায়দায়
সাড়ে পাঁচটায় কাজের সময়
প্যান্টের অযাচিত উপদ্রব
কাজ মিস করিয়ে দেয়
উত্থিত বক্ষা