কিসের হিন্দু কিসের মুসলিম
কিসের আবার বৌদ্ধ খ্রিস্টান
আমরা মানুষ জীবের সেরা
সবাই মোরা সমানে সমান।
নেই ব্যবধান নেই অহংকার
মানি না কোনও জাতের বিচার,
হিন্দু মুসলিম হই একাকার
সবার থাকুক সমান অধিকার।
কিসের এতো মান গরিমা
কিসের এতো হিংসা অহংকার,
থাকি হিন্দু মুসলিম মিলেমিশে
পৃথিবীটা তোমার আমার সবার।