আমার জন্ম শুরু গর্ভ থেকে
ভূমিতে হয়েছি ভূমিষ্ঠ,
আমার হাসিতে আনন্দিত হয়নি কেউ
কান্নায় হয়েছিল তুষ্ট।
কান্না দিয়ে আমার জীবন শুরু
কান্না আমার চিরস্থায়ী,
আমার বিদায় লগ্নেও থাকবে কান্না
হাসি আমার ক্ষণস্থায়ী।
জীবন চলার পথে করেছি পাপ
জীবকে দিয়েছি কষ্ট,
তাই সুখের হাসি দিয়েছে ফাঁকি
হয়েছি আমি পাপিষ্ঠ।
কান্না তো অনিবার্য!