কনসেনট্রেশন ক্যাম্প
কতটা রাস্তা রক্তাক্ত হলে তোমাদের বীভৎস উদ্যানে ফোটে মহুলের ফুল
কতখানি মাংস ঘিলু মজ্জায় তোমাদের শ্বেত মার্বেলের ডাইনিং টেবিলের খিদে মেটে!
অক্ষরে তোমাদের নিখাদ অ্যালার্জি, প্রশ্নতে ভয়াবহ বিবমিষা
ইস্তাম্বুলে গ্রন্থাগার জ্বালাও, ছাত্রের স্বপ্নে ভরে দাও জ্বলন্ত বুলেট
আর কত হৃদয়পিণ্ড পেলে তোমাদের ময়ূর