সমকাল
এই প্রজন্মের সাথে সখ্য হউক
পরের প্রজন্মের জন্য লিখে যাবো
অমর গাথা তেমন ইচ্ছে নেই
বর্তমান আমাকে পড়ুক, কাল কে
পড়ল জানা হবে না
কালকের জন্য আহাজারি অহেতুক
আমার পায়ের ছাপ একটু পরেই
মুছে যাবে, নতুন জুতায় মসৃণ
পথ অন্য কেউ মাড়াবে
এখনকার কেউ পায়ের ছাপ
ধরে পৌঁছাক, জলজ্যান্ত আমাকে
আবিষ্কার