অধ্যায় : সাত
বাবাকে যে-কোনও সংখ্যা দিয়ে ভাগ করো
একদলা ভাগশেষ থাকে —
ইলিশমাছের তেল অথবা জলপাই চাটনি দিয়ে মাখা;
শূন্য করে আনা যায় না কোনও বাবাকেই।
বন্ধু নেই, কিডনি নেই, তবু ঢলঢলে ফুলপ্যান্ট
ছেলেবৌ আনবে ব’লে চৌরাস্তায় এগিয়ে দাঁড়িয়ে আছে
যত কথা তার চেয়ে গলা খাঁখারি বেশি
ড্রাইভারের পাশে ব’সে ভুল