আমাদের জীবন নিঃশ্বাসের
পরোতে পরোতে এক অজানা
আশঙ্কার বিবরণ।
আমাদের বাতাসে ভর্তি উত্তাল
আফিমের দূষিত গন্ধে উন্মাদনা
মানুষের নিঃশ্বাস বিষে বিষাক্ত।
খুঁজে ফেরা মুখে মুক্ত শাঁস
নেয়ার চেষ্টা, তবুও প্রবীণ পৃথিবী
গন্ধে ভরা ভয়ার্ত ভীষণ।
আমরা শোনাই,সামনে সোনালি
দিন, আমরা শোনাই আসবে
মুক্তির পথ।
দেখা যাবে, দেখা যাবে শীতের
মখমল কাপড়ে মোড়ানো