জীবনপথে বিভাজন সমর্পিত বিষ
বালু দাগ মুছে দেয় বাতাসের শীষ;
তবু আমি জেগে থাকি ভাঙ্গনের পথে
স্বপ্নের চলাচল নির্ভীক রথে।
পথ হাসে, রথ হাসে, হাসে কত জন
বেখেয়ালে পণ্য যাপিত জীবন;
কষ্টের সখা আসে গাঢ়তর রাত
দু কলম লিখে রাখে আমার বরাত।
চোখ জ্বলে জলপরে সুখ খোঁজে মন
সুখের