সে ছেড়ে যেতে চাইলেও
রয়ে যাবে; যা আপনার
তা ঠিকই রয়ে যাবে
সোনালী রোদ্দুরের মত’
রয়ে যাবে অস্তিত্বের রোম কূপে,
রয়ে যাবে অশান্ত দিনের পরেও
মৃত্যুর দোরগোড়ায় থেকে
অথবা তারপর। রয়ে যাবে
নক্ষত্রের মতোই জ্বলজ্বল করে
শত বাধা বিপত্তি পেরিয়ে
রয়ে যাবে হৃদয়ের মনিকোঠায়
ঝকঝকে চকচকে উজ্জ্বল হয়ে। ভেঙ্গে যেতে চাইলেও
রয়ে যাবে,

