ঘুমন্ত মানুষ শিশুর মতো পাপহীন জ্যোতির্ময়;
দেহ সটান চোখ বুঁজে থাকা কারো ঘুম-মুখ দেখলে আশাহত হই না।
স্বপ্নঘেরা উচ্ছল স্বপ্নবাজদের আদলের প্রচ্ছায়ায় আশাবাদী হই
এখানে আমাদের স্বপ্নডোর ভালোবাসার বিজলি চমক।
বেঁচে থাকার শর্তহীন বীজমন্ত্র।
জীবন !! সে তো একটাই।