এগুলো আমার পুত্রের পরণের জামা
এগুলো সেন্ডেল এগুলো তার প্যান্ট
বয়স তার মাত্র এগারো মাস
কেবল একটু একটু হাটতে শিখেছে
বাবা মা বলেও একটু একটু ডাকতে পারে
পুত্রের কোন পোশাক আমি ময়লা হাতে
ধরেতে পারিনি
পায়ের কাছে জামা, স্যান্ডেল পড়ে থাকলে
তাড়াতাড়ি শ্রদ্ধাভরে তুলে রাখি সেগুলো আলমারি
কিংবা সোকেচের উপরে
প্রিয় পিতাকে হারিয়েছি