পৃথিবীর গভীর আলিঙ্গনে, পাহাড় দাড়িয়ে শীর উঁচু করা,
পরতে পরতে সাজানো যতনে নানা উপাদানে ভরা।
থাকে পানির প্রস্রবন ধরাকে করতে সিক্ত,
থাকে আগ্নেয়গীরি অগ্নুৎপাত লাভা করতে অরন্য রিক্ত।
থাকে গ্যাস পেট্রোল থাকে সোনা দানা,
থাকে কয়লা, হিরা, থাকে জেম, কত কিছু অজানা।
পাহাড়ের খবর দেয় মুষিক সুড়ঙ্গতে আনা গোনা,
পেরেকের রূপে