[তিনপর্ববিশিষ্ট মাত্রাবৃত্ত]
ঝাঁঝালো সকাল রোদেলা দুপুর মিষ্টিবিকেল
পায়ে পায়ে সেযে হেঁটে যায় নিজে ফুরায় না পথ
সময়ের ঘুড়ি করে ওড়াউড়ি যেন একরেল
কচ্ছপগতি হোক না সে অতি অবিরাম রথ।
পার হয় চর বিশাল সাগর এই তার খেল
আমায় সে দলে ছুটে যায় চলে নেই ফুরসৎ
খেলে আলোছায়া কীযে মহামায়া আর হিম্মত
আমার