আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি
তুমি তো আমাকে সেই বিদীর্ণ প্রহরে,
প্রপোজ করেছিলে।
আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি
সত্যি সত্যি আমি চাইনি,
কারণ বর্তমান ভালোবাসা রিয়েল না,
টাইম পাস।
তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়ে
হৃদয়ের গহিনের সুপ্ত ভালোবাসা জাগ্রত করেছিলে
স্বার্থপরের মতো অন্যের হাত ধরে চলে