ক্রন্দন ওঠে যেন সদা সবার প্রাণে।
কেউ আত্মখুশিতে না হয়ে আত্মহারা,
তেমারিই তরে হয় যেন পাগলপারা। তোমাকেই ডাকে যেন সদা অটল মনে,
ডাকে যেন প্রভু, তোমাকেই সর্বক্ষণে।
প্রভু, তোমাকেই পাওয়ার টানে,
ক্রন্দন ওঠে যেন সদা সবার প্রাণে।
কেউ আত্মখুশিতে না হয়ে আত্মহারা,
তেমারই তরে হয় যেন পাগলপারা।

