একটি অসমাপ্ত বিকেল থমকে আছে
শঙ্খচিলের সোনালি ডানায়____!
একটি গোধূলি সন্ধ্যা রোদ্রের চিলেকোঠায় বন্দি,
মাসকাবারি আলোক ফ্রেমে____!
পুকুরের তরঙ্গ জলে অস্হির স্তবিরতায় রূপান্তর__
বেলজিয়ামের আয়নায় মুখ ও মুখোশ ছবি
অথৈ ভাবে ভাবান্তর চারপাশ ঘিরে ।
হঠাৎ করে’ই গাছের আড়ালে
দেখা গেলো একটি কচি হাত___!