সৌন্দর্য পিপাসু মন আমাকে ঘুরিয়েছে দেশে দেশে
উঁচু উঁচু অট্টালিকা, যা গগন ছুঁয়েছে
হিমালয়ের চূড়াকে দেখেছি আকাশ ছুঁতে।
তুষার শুভ্র পাহাড়ের গায়ে খেলা করেছে গিরি নন্দিনী
তার মাঝেও যেন লুকিয়ে রয়েছে কোন এক ছলনাময়ী।
জল কেলিতে ছুটেছি সাগর পানে, উপ থেকে মহাসাগরে
দেখেছি হেথায় করুণ সুরে গাইছে এক বেহুলা বিষাদের