দু’ডানার শাদা বক
ভাদ্রমাস;তালপাকার ঘ্রাণ
ভোরের মেঘে বৃষ্টি,চড়ুই বেলার রৌদ্র-
বাতাসে পালক ওড়ায়
ঘাসপাতার আঁচলে বসুন্ধরা ও ফড়িঙের বসন্ত;
শরতের শাদা রঙ-কাশফুল যেন তাঁর
শশ্মান ডিঙ্গানো দু’ডানার শাদা বক।
আকাশ জুড়ে পৃথিবী সঙ্গতারে গান গায়
বালুতট বেয়ে পলিমাটির দেশে,
কুমারী বুড়ির ঝিঙেফুলের মাঁচা,
ঘাসফুল ও রুপসী গ্রাম।