জীবন একেবারে তাবিজ কবজের গল্প হয়ে
কৌটার ভিতরে মৃত্যুবান;
তরতাজা মগজের কোষে
অবারিত ভাবনাগুলো তারিত করে ।
আটপৌড়ে শাড়ির আঁচলে জরানো শুধুই সামাজিক বুনন;
উচ্চ বিলাসি যন্ত্রনা চেটেপুটে খায় সময়ের ক্ষার।
আমিও ভেসে চলি পারভাঙ্গা নদীর স্রোতে
জোয়ার কিংবা ভাটায়। ছোট কুবিতা -২
অনন্ত প্রহর সময়ের ভাঁজে বন্ধী
অপেক্ষার আক্ষেপ বসন্ত দিন

