কল্পনা ছেড়ে এসো বাস্তব সত্ত্বায়,
মহা উম্মাদনায় আছো মিশে আত্মায়।
লাঞ্ছনা সয়ে সয়ে, সয়ে জ্বালা যন্ত্রণা,
প্রাণপণ সারাক্ষণ তুমি তুমি কল্পনা।
দূরে দূরে থেকে থেকে শুধু করা পরিতাপ,
ও মনের গভীরতা করিনি তো পরিমাপ।
তৃষিত এ অন্তরে কল্পিত সজ্জা,
স্বপ্নতে ভেঙে দাও সব লাজ লজ্জা।
হৃদয়ের গভীরে ভাবনার