ওরা, মাটির কথা বলে!
দেয় যদি শ্রম আধপেটা খে’
গান তবু রয় গলে!
ওরা, মাটির কথা বলে!
বৃষ্টি বা রোদ মাথায় নিয়ে
নিত্য করে কাম,
ভাবেই না কেউ ডাকলো না-কি
দিলো ক্ষণিক দাম।
হরেক আশা বক্ষে রাখি
ঘাম যতো দেয় শস্যে মাখি
ক্লান্তি এলেও হয় খুশি তাই
শুয়ে গাছের তলে!
ওরা, মাটির কথা বলে!
অব্দ যা চায় সুখের খোরাক
নিজেই করে চাষ,
শখ যা বাঁকি ফসল বেচেই
মিটায় তারও আশ।
সখ্য প্রীতির জ্বেলে বাতি
তাড়ায় এলে আঁধার রাতি
যায় কেটে তাই গর্বে জীবন
সাম্য গড়ার চল-এ!
ওরা, মাটির কথা বলে!
খে’> খেয়ে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ওরা মাটির কথা বলে!,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
সখ্য প্রীতির জ্বেলে বাতি
তাড়ায় এলে আঁধার রাতি
যায় কেটে তাই গর্বে জীবন
সাম্য গড়ার চল-এ!
ওরা, মাটির কথা বলে!
loading...
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
loading...
বাস্তব নিরিখে চমৎকার লিখেছেন
খুবই ভালো লাগলো।
loading...
নিরন্তর ধন্যবাদ ও শুভ কামনা রইল!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
loading...