সুন্দরী প্রতিযোগীতা: দেখিয়ে দাও অদেখা তোমায়!

【সতর্কতাঃ এটি একটি আঠারো প্লাস লেখা। বাচ্চারা অবশ্যই এড়িয়ে যাবে।】

সুন্দরী প্রতিযোগীতার স্লোগান- “দেখিয়ে দাও অদেখা তোমায়”, আর “কাপড় খুলে ফেলো” এই দুটো কথা আদতে একই। পার্থক্য শুধু এটুকুই যে, প্রথমটিতে ভদ্র ভাষার ঢঙ্গে অভদ্র প্রস্তাব দেয়া হয়েছে, আর দ্বিতীয়টিতে ডিরেক্ট অভদ্র প্রস্তাব দেয়া হয়েছে।Thinking

সুন্দরী প্রতিযোগীতায় মেয়েদের কিভাবে নির্বাচন করা হয় জানেন? কুমারীত্ব (অবিবাহিতা), উচ্চতা, বুক ও কোমরের সাইজ, গায়ের রঙ্গ ইত্যাদি দেখা বা মাপা হয়। ব্যাপারগুলো কি শালীনতার পর্যায়ে পড়ে?

ফ্রাষ্ট্রেটিং কোশ্চেন হলো- মেয়েগুলো কি কোরবানির গরু? এখানে একটা মেয়েকে যাষ্টিফাই করা হয় ঠিক কোরবানীর হাটের পশুর মত। হাটে আমরা দেখি গরুটি নাদুস-নুদুস কিনা, শিং ঠিক আছে কিনা, রঙ কেমন ইত্যাদি…। সেইম রিপিট কি এই নোংরা প্রতিযোগীতায়ও হয় না! ব্রেষ্ট, চেষ্ট, ওয়েষ্ট, ওয়েট, ফিগার, হাইট, চেষ্টটিটি, কালার…. মেয়েদের এইগুলা যাষ্টিফাই করা হয়….। স্যরি, বিষয়গুলো লিখতে আমারও যে সংকোচ হচ্ছে।

প্রতিযোগীতার আয়োজক আর দর্শকদের নিয়ে কথা বলার আগে সবচেয়ে অবাক লাগে প্রতিযোগীদের মানসিকতা নিয়ে। একটা মেয়ে কিভাবে পারে সবার সামনে নিজের বডি-ফিগারের প্রদর্শনী করে তথাকথিত স্টার হতে! হাজার হাজার মানুষ রসিয়ে রসিয়ে তার বডি পার্টসগুলো উপভোগ করছে! একসাথে হাজার হাজার জনতা চক্ষু দিয়ে ধর্ষণ করছে বা মানসিকভাবে গিলে খাচ্ছে। কতটা নোংরা আর অসুস্থ মানসিকতার হলে নিজেকে এভাবে “সিম্বলিক প্রস্টিটিউট” এর পর্যায়ে নামানো যায় (স্যরি ফর দ্য হার্ড ল্যাংগুয়েজ)! আমরা অধিকাংশ ছেলেরা মেয়েদের সামনে দূরে থাক, পুরুষ জনতার সামনেই নিজেদের পেট-পিঠ-ন্যাভল দেখিয়ে বেড়াতে লজ্জ্বা পাই। আচ্ছা কখনো কি দেখেছেন পুরুষরা স্বেচ্ছায় নিজেদের পেট-ন্যাভল বের করে রাস্তায় হাটছে! ইজ ইট কমন সিন ফর ম্যান? আর আপনারা মেয়ে হয়ে…!!

আর সেসব অভিবাবকেরাই বা কেমন, যারা নিজেদের মেয়েদেরকে ফ্রিতে জনতার কামনার খোরাক হতে দিচ্ছেন! নিজেদের মেয়েদের ফিগার আম-জনতা উপভোগ করছে, আর তাদের প্রাউড ফিল হচ্ছে! ফিলিং প্রাউড ফর ন্যুডিটি! হাহ, এদের মানসিকতার উপরে কি গজব পড়েছে নাকি- ভেবে ভেবে আকুল হই!!

সুন্দরী প্রতিযোগীতার দর্শকদের (যারা শুধু নিজেদের মা-বোনের বেলায়ই সুশীল) একটা কথাই বলতে চাইঃ আপনার বোনদেরকেও প্রতিযোগীতার হাটে তুলুন, ওদেরও সুযোগ দিন। আরেহ চিন্তা নেই! আপনাকে দর্শক হতে হবে না! এ বেলা না হয় আমরাই তাদের সৌন্দর্য্য আর বডি পার্টসগুলো ফ্রিতে রসিয়ে রসিয়ে উপভোগ করবো! কি বলেন? চলুন উপভোগ করি, অনেক ফূর্তি হবে, অনেক….।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মোঃ খালিদ উমর : ০৮-০৮-২০১৮ | ১২:৪৯ |

    কি যে বললেন ভাই, আসলে এতে লজ্জা বা সংকোচের কী আছে সবইতো গৌরবের বিষয়। দেখ আমি কত্ত সুন্দরী!

    এই জন্যই মুসলমানদের যতটা সম্ভব রেখে ঢেকে চলতে হয়।

    GD Star Rating
    loading...
  2. মরুভূমির জলদস্যু : ০৮-০৮-২০১৮ | ১৩:৩২ |

    বেশ লিখেছেন। তবে এর ফলে কাজের কাজ কিচ্ছু হবে না। যারা আপনার মত ভাবার তারা আপনার মতোই ভাববে। যারা হাটে নামার তা হাটে নামবেই। আর যারা দেখার তারা দেখবেই।

     

    GD Star Rating
    loading...
    • কামাল উদ্দিন মেহেদী : ০৯-০৮-২০১৮ | ১২:৪০ |

      কে মানলো না মানলো, সেটা আমাদের দায়িত্ব নয়, আমাদের দ্বায়িত্ব শুধুই সতর্ক করা, যার যার কর্মফল তার তার

      GD Star Rating
      loading...
  3. নিতাই বাবু : ০৮-০৮-২০১৮ | ১৪:৩২ |

    ঠিক বলেছেন। এই প্রতিযোগিতা হলো, একটা নগ্ন প্রতিযোগিতা মাত্র। আচ্ছা! এই পৃথিবীতে দেখে আসছি শুধু সুন্দরী প্রতিযোগিতাই হয় অহরহ । পুুুুরুষ সুন্দর প্রতিযোগিতা হয় না কেন?

    GD Star Rating
    loading...
  4. মুরুব্বী : ০৮-০৮-২০১৮ | ১৪:৫১ |

    আমি আমার নিজের সাথে বিষয়টি নিয়ে অনেকবার কথা বলেছি। আমি আসলে ভালো মন্দের অথবা জ্যামিতিক অংক মেলাতে পারিনি। কেন জানি মেলেনা।  Frown

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ০৮-০৮-২০১৮ | ১৬:১১ |

    যুক্তিযুক্ত মনে হলো।

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ০৮-০৮-২০১৮ | ২৩:১২ |

    ব্যবসায়ীরা সব জায়গায় ব্যবসা খুঁজে বেড়ান। তাদের চাই অর্থ। যশ চায় পাত্র-পাত্রী। লোভ সংবরণ করার মানসিকতা এখনও তেমন একটা চাঙ্গা হয়নি।

    GD Star Rating
    loading...
  7. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ০৯-০৮-২০১৮ | ০:৩৮ |

    * কথায় যুক্তি আছে…

    GD Star Rating
    loading...