মায়া…
প্রতিটি হৃদয়বান মানুষের মনেই কম বেশি মায়া থাকে, কারো হয়তো কম আবার কারো মাত্রাতিরিক্ত। যে মানুষগুলো নিজেকে কাঠিন্যের আড়ালে লুকিয়ে রাখতে পছন্দ করে, কোন বিষয়ে প্রতারণার আশ্রয় নিতে চায় না, তাদের হৃদয়ে মায়াটা বোধহয় একটু বেশিই থাকে। এই মানুষগুলোর আবেগের সুরটাও চড়া থাকে। তবে, এরাই জীবনে সবচেয়ে বেশী ঠকে। যে যেভাবে পারে ঠকিয়ে যায়…।
বালকের খুব ইচ্ছে করে গভীর রাতে খোলা ছাদে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে থাকতে…। মায়াগুলোকে বুক চিড়ে টেনে বের করে ছড়িয়ে দিতে খোলা আকাশের শূণ্যতায়…। শহুরে জীবনে তার সেই ইচ্ছেটা পূরণ হয় না। খুব বেশি হলে কোন এক চাঁদনী রাতে বারান্দা থেকে নারিকেল পাতার ফাঁক দিয়ে একটুকরো চাঁদ দেখতে পায় সে। কিন্তু খোলা আকাশজুড়ে ছড়িয়ে থাকা শূণ্যতার সাথে তার মিশে যাওয়া হয় না, হৃদয়ে জমে থাকা মায়াগুলোকেও বের করে ছড়িয়ে দিতে পারে না…।
মায়া থাকাটা কষ্টের, মায়া লালন করা আরো বেশি কষ্টের। কিন্তু মায়া না থাকলে যে মানুষ আর মানুষ থাকে না! আমরা অনেকেই ’মায়া’ জিনিসটাকে বুঝতে পারি না, প্রচন্ড খামখেয়ালিপনায় ফেলে রাখি। অথচ কেউ কেউ একটুখানি মায়ার জন্যে জগত চষে বেড়ায়! বড় অদ্ভুত এই মায়া, কিন্তু তার চেয়েও বড় অদ্ভুত আমরা এই মানুষেরা!
[Kamal Uddin Mehedi]
ঘুরে আসুন আমার ব্লগ থেকে…
ফেসবুকে আমি।
loading...
loading...
মায়াগুলোকে বুক চিড়ে টেনে বের করে ছড়িয়ে দিতে খোলা আকাশের শূণ্যতায়…। শহুরে জীবনে তার সেই ইচ্ছেটা পূরণ হয় না। খুব বেশি হলে কোন এক চাঁদনী রাতে বারান্দা থেকে নারিকেল পাতার ফাঁক দিয়ে একটুকরো চাঁদ দেখতে পায় সে।’
বর্ণনাশৈলী সহজ ভাষায় অনন্য।
loading...
ধন্যবাদ
loading...
বরাবরই আপনি অসাধারণ গদ্য লিখেন। আমার কাছে বেশ লাগে।
loading...
loading...
দীলখুশ মিঞার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।
হাই হ্যালো।
দুখ প্রকাশ করে মন্তব্য করলাম কারণ মন্তব্যগুলি আপনার পোষ্টর নয়। তবে একেবারে অপ্রাসঙ্গিক নয়।
“ দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একপ্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা ”
“ অসংখ্য কষ্ট, যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই ”
হুমায়ূন আহমেদ।
“ ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়।একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল টা কাজে লাগবেনা জেনেও তুলে রাখে,সবকিছুর কারণ হল মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না ”
হুমায়ূন আহমেদ
আপনার কল্যান হোক।

loading...