যে জিনিসগুলো শিখে রাখবেনঃ
দিনশেষে সবাই…
* আপনাকে সম্পদ দিয়ে বিবেচনা করবে, সততা দিয়ে নয়।
* আপনার বাহ্যিক সোন্দর্য্যের কারনে ভালোবাসবে, চরিত্রের কারনে নয়।
* আপনার বাহিরটা বিবেচনা করবে, ভালো অন্তরটা নয়।
* আপনার ভালোমানুষিকতার কোন দাম দেবে না।
* আপনার সরলতাকে পুঁজি করে ঠকাবে।
* আপনার আবেগ কে কাজে লাগিয়ে কাঁদাবে।
* আপনার বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দেবে।
আর দিনশেষে আপনি…
* সততার কারনে ঠকবেন।
* মানুষের কাছে চরিত্রের মূল্যায়ন পাবেন না।
* অন্তরটা কষ্টে ফেটে যাবে, প্রকাশ করতে পারবেন না।
* ভালোমানুষিকতার কারনে প্রতিশোধও নিতে পারবেন না।
* সরলতার কারনে বোকা বনে যাবেন।
* আবেগের কারনে সীমাহীন কষ্ট পাবেন।
* বিশ্বাস করে চরমভাবে প্রতারিত হবেন।
তারপরও…
আপনি আপনার সততা, চরিত্র, ভালো অন্তর, ভালোমানুষিকতা, সরলতা, আবেগ ও বিশ্বাসকে লালন করবেন। কারন একমাত্র আপনার প্রতিপালকই জানেন, আপনি কতটুকু ভালো বা কতটুকু খারাপ! হৃদয়ে বিশ্বাস রাখুন- সবার উপরে একজন বসে আপনাকে দেখছেন। এই দুনিয়া ছাড়াও, জাজমেন্ট ডে তে সবকিছুর সুবিচার তিনিই করবেন।
loading...
loading...
পাদটীকায় আপনার বক্তব্যের সাথে পূর্ণ সহমত জানাই। শুভেচ্ছা এবং সালাম জানবেন। আশা করবো ভালো আছেন মি. কামাল উদ্দিন মেহেদী। ধন্যবাদ।
loading...
সঠিক কথা
loading...