শিখে রাখুনঃ মানুষ কিভাবে আপনাকে মূল্যায়ন করবে!

যে জিনিসগুলো শিখে রাখবেনঃ

দিনশেষে সবাই…
* আপনাকে সম্পদ দিয়ে বিবেচনা করবে, সততা দিয়ে নয়।
* আপনার বাহ্যিক সোন্দর্য্যের কারনে ভালোবাসবে, চরিত্রের কারনে নয়।
* আপনার বাহিরটা বিবেচনা করবে, ভালো অন্তরটা নয়।
* আপনার ভালোমানুষিকতার কোন দাম দেবে না।
* আপনার সরলতাকে পুঁজি করে ঠকাবে।
* আপনার আবেগ কে কাজে লাগিয়ে কাঁদাবে।
* আপনার বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দেবে।

আর দিনশেষে আপনি…
* সততার কারনে ঠকবেন।
* মানুষের কাছে চরিত্রের মূল্যায়ন পাবেন না।
* অন্তরটা কষ্টে ফেটে যাবে, প্রকাশ করতে পারবেন না।
* ভালোমানুষিকতার কারনে প্রতিশোধও নিতে পারবেন না।
* সরলতার কারনে বোকা বনে যাবেন।
* আবেগের কারনে সীমাহীন কষ্ট পাবেন।
* বিশ্বাস করে চরমভাবে প্রতারিত হবেন।

তারপরও…
আপনি আপনার সততা, চরিত্র, ভালো অন্তর, ভালোমানুষিকতা, সরলতা, আবেগ ও বিশ্বাসকে লালন করবেন। কারন একমাত্র আপনার প্রতিপালকই জানেন, আপনি কতটুকু ভালো বা কতটুকু খারাপ! হৃদয়ে বিশ্বাস রাখুন- সবার উপরে একজন বসে আপনাকে দেখছেন। এই দুনিয়া ছাড়াও, জাজমেন্ট ডে তে সবকিছুর সুবিচার তিনিই করবেন।

পূর্ব প্রকাশিত এখানে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৫-১১-২০১৭ | ১৪:৪৫ |

    পাদটীকায় আপনার বক্তব্যের সাথে পূর্ণ সহমত জানাই। শুভেচ্ছা এবং সালাম জানবেন। আশা করবো ভালো আছেন মি. কামাল উদ্দিন মেহেদী। ধন্যবাদ।

    GD Star Rating
    loading...
  2. দীপঙ্কর বেরা : ২৬-১১-২০১৭ | ২১:৫৮ |

    সঠিক কথা 

    GD Star Rating
    loading...