আমি তখনো বুঝিনি যে এটা তুমি!
আমি তার আগেও বুঝিনি যে এটা তুমি!
আমি এখনো বুঝিনি যে এটা তুমি!
কষ্ট নেই তবুও, বুঝবে ঠিকই যখন আর থাকব না আমি!
তুমি তো এক বন্য তুমি, আর যাকে হারালে, সে ছিলাম অন্য এক আমি।
হিসেবের খাতা মেলানো বেজায় ভারি,
থাকুক না যতোই সৌন্দর্য্যের ফুলঝুরি!
কবরের পোকারা যখন খুবলে খাবে লাশ,
মিথ্যে হয়ে যাবে শত ভ্রান্ত অভিলাষ!
দেখা হবে ওপারে; হিসেব বুঝিয়ে দিতে হবে কিন্তু আগে,
গুছিয়ে নিও হিসেবের খাতা, আর ভুলগুলো লিখে রেখো লাল দাগে!
(A joint work of Rabiul Islam and Kamal Uddin Mehedi)
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
অদ্ভুত এক সৌন্দর্য্য এবং পরিচ্ছন্নতা রয়েছে লিখাটিতে।
আমার কাছে অসাধারণ একটি উপহার মনে হয়েছে। গ্রেট জব।
loading...
অনেক অনেক ধন্যবাদ


loading...