যেভাবে বহু হল

লেখা জিনিসটা খুব একটা সুবিধার কিছু নয় বলে মনে হচ্ছে। কেননা এতে গা জুড়োবার কোন ব্যাপার নেই। যত উত্তমই লেখো তা বেশীক্ষণ হাতে গরম থাকবে না। আর সর্বদা উত্তম তো সোনার পাথরবাটির মত অসম্ভব ব্যাপার। এ-সবই কিছুক্ষণের আমোদ প্রমোদের মত ব্যাপার।

প্রেমও ঠিক তাই। সবারই মনে হচ্ছে একটা অতি গভীর প্রেম হলেও হতে পারে। কিন্তু এমন মায়ের লাল দেখিনি যার হয়েছে বা হলেও ধরে রাখতে পেরেছে। দুর্দান্ত প্রেমিকদেরও যখন দেখি তাস আর চুল্লুতে সময় কাটাচ্ছে তখন যেন সক্রেটিসের আত্মা আমায় ভর করে–সক্রেটিসের বউ একদিন দেখে সক্রেটিস এক রোয়াকে বসে ছেলে ছোকরাদের জ্ঞান বিতরণ করছে। রাগে অগ্নিশর্মা হয়ে বৌদি তখন হাতের কাছে পেল এক আখগাছ সেইটা উৎপাটন করে বসাল সক্রেটিসের পিঠে বেজায় এক ঘা।
ঘটনাক্রমে আখটা গেল তিনটুকরো হয়ে। সক্রেটিস, ঈশ্বর তাকে যেন দীর্ঘজীবী করেন, তখন ছোকরাদের বললেন চোখের সামনেই তোমরা দেখলে এক কিভাবে আন্দোলিত হয়ে বহুর রূপ ধারণ করে–।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৫-০১-২০১৯ | ৮:২৮ |

    এটি আপনার তৃতীয় পোস্ট।

    আপনি যে অচিরেই শব্দনীড় নিবন্ধিত পাঠক সহ অতিথি পাঠকদেরও মন জয় করে নেবেন সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। অভিনন্দন আপনাকে। Smile

    GD Star Rating
    loading...
  2. নূর ইমাম শেখ বাবু : ২৫-০১-২০১৯ | ২১:৪৬ |

    মনোমুগ্ধকর লেগেছে।

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৭-০১-২০১৯ | ২০:৫১ |

    দারুণ একটি লিখা পড়লাম দাদা। গ্রেট। 

    GD Star Rating
    loading...
  4. রিয়া রিয়া : ২৭-০১-২০১৯ | ২২:১৭ |

    স্বতন্ত্র ঘরানার লেখা পড়ে আনন্দিত হলাম দাদা। 

    GD Star Rating
    loading...
  5. নাজমুন : ২৮-০১-২০১৯ | ১৭:৫৫ |

    সর্বোত্তম হলেও অতৃপ্ত মনে আরো বেটার লেখার আশা থাকে। তাই হয়তোবা গা জুড়োবার ব্যপার নেই। ভালো লিখলেন । 

    GD Star Rating
    loading...