মানুষগুলো ঘড়ির কাটা,
এ কাটা থেকে ও কাটা অতিক্রম করে,
আবারও ফিরে আসে,
ফিরে যায়..
একই বৃত্তে আবদ্ধ থাকে বছরের পর বছর!
ঘড়ির কাটায় সকাল হয়,
একই কাটায় রাত্রি নামে
সময় আবার কেমন যেন!
এই ভালো এই খারাপ পথে,
আচ্ছা! মানুষগুলো এমন কেন?
এমন কেন এদিক সেদিক?
মানুষগুলো কষ্ট দিতে কষ্ট পায় না,
নষ্ট করলেও কষ্ট পায় না,
কষ্ট দেয়,
নষ্ট করে,
মানুষগুলো আঘাত করে,
মানুষগুলো মানুষ হয়েও
তারই ঘরে চোখের জলে,
– চোখের জলে উল্লাস করে,
তখন কেবল প্রশ্ন জাগে এমন কেন?
কেমন জেনো, কষ্ট লাগে।
মানুষগুলো স্বার্থপর!
নিজের স্বার্থ ঠিকই বুঝে,
নিজে নিজে ভাবতে বসি যখন নিশ্চুপ
ভাবতেও খুব অবাক লাগে!
মানুষগুলো এমন কেন?
মানুষ হয়েও মানুষ কাঁদায়
মানুষ কাঁদায়,
প্রাণ কেড়ে নেয়,
হিংস্র হয়ে হিংসে করে,
চোখের জলে উল্লাস করে
চোখের জলে…
মানুষগুলো কেমন যেন
ঘড়ির কাটা
সময় বুঝে কাছে আসে
কেমন যেন মানুষগুলো…
loading...
loading...
loading...
কবিতাটি পড়লাম এবং তার আবৃত্তি শুনলাম।
এককথায় হৃদয় ছোঁয়া। একজন লিখিয়ে হিসেবে আপনাকে অভিনন্দন এবং স্বাগতম জানালাম কবি। নিয়মিত লিখুন এবং অন্যদের লিখায় নিজের মতামত রাখুন। ভালো লাগবে। ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা।
loading...
খুবই সুন্দর এবং সাবলীল প্রকাশ। অনেক ভালোলাগা রইল
loading...
সুন্দর কবি দা
loading...
অন্যের লিখায় পাঠক না হওয়া অথবা নিজের লিখায় মন্তব্যের উত্তর না দিলে আমার মনে হয় পাঠক সংখ্যা কমে যায়।
শুভ সকাল কবি।
loading...