উজান অমিত-এর ব্লগ

রজনী শূন্য নগরী!

বোকার সমাজ
সবাই ব্যস্ত নিজের নিজের সুখের খোজে,
কেউকেউ আবার সব সহ্য নির্বাক মুখ বুজে কিছু মানুষ নিতান্তই বোকা দুঃখের প্রকাশ রাগে, শোকে, তেজে।
বোকা তুই বুঝবি কি রে; জীবনে সুখদুঃখ সেতো প্রতিটি ভাজে। নিত্য মরার হয়না দাফন ব্যস্ত যে যার কাজে,
বোকার সমাজে বিজ্ঞ সে যে মুখোশধারী বাজে। নিত্য মানুষ পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১৭ বার দেখা | ৫৫ শব্দ