সবাই ব্যস্ত নিজের নিজের সুখের খোজে,
কেউকেউ আবার সব সহ্য নির্বাক মুখ বুজে
কিছু মানুষ নিতান্তই বোকা দুঃখের প্রকাশ রাগে, শোকে, তেজে।
বোকা তুই বুঝবি কি রে; জীবনে সুখদুঃখ সেতো প্রতিটি ভাজে।
নিত্য মরার হয়না দাফন ব্যস্ত যে যার কাজে,
বোকার সমাজে বিজ্ঞ সে যে মুখোশধারী বাজে।
নিত্য মানুষ