আতা স্বপন-এর ব্লগ

একজন খুবই সাধারণ মানুষ। নিজ সম্পর্কে বলার মত কিছু নাই। সত্যকে ভালবাসি। সত্য পথে থাকতে চাই। সত্য বলতে চাই। সত্যের জন্য লড়তে লড়তে একদিন নিব বিদায়।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রিয়জনকে লিখা পত্র
তারিখ: বুধবার, ০১ জানুয়ারি ২০২৩ ইং প্রিয় বন্ধু রিপন (গিট্টু রিপন)
রাজপথের হে দীপ্ত সৈনিক সহযোদ্ধা তোকে জানাই সালাম। জানাই নববর্ষ ২০২৩ এর শুভেচ্ছা। তোর কথা, তোর রাজনৈতিক দর্শন, কথাকাটাকাটি, চা আসরে আড্ডা খুব মনে পড়ে। তুইতো এখন আমেরিকা আছিস।লসএঞ্জেলেসে। শুনেছি সেখানে খুব বরফ পড়েছে। বরফের পড়ুন
স্মৃতিকথা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৯ বার দেখা | ৫৯৫ শব্দ