মনখারাপের কটাচোখ
মনখারাপের বেড়াজাল—-
তাঁর দুদিকে রঙ
মাথার উপরে শান্ত ঢেউ
সে উড়তে জানে ভালোবাসতে জানে মানতে জানে
ঝগড়া করতে জানে নাটক করতে জানে
কালো বেড়াল পছন্দের আংটিটিকে বিভাজিকা
ভেবে বারবার সেতু পার হয়ে আসে
একটু ঝর্ণার জল পান করতে—-
সে ফ্লোরিনে স্নান করে পারদ শুঁকতে থাকে
বরফের মধ্যে প্রেমিকাকে শুইয়ে চাপা প্রেমে মজে আবেগ হানে—
“মন খারাপ” কি তাঁর সঙ্গী হবে?
“সিংহের” কেশরে কালো বেড়ালের নকশা কি মানায়–?
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
আপনার কবিতা সমূহ আমার কাছে বেশ কঠিন লাগে। সহজে মাথায় আসে না। জটিল। শুভ সকাল কবি অরুণিমা মণ্ডল।
দূর্দান্ত কবিতা দিদি ভাই।