কবিতার দাম-
বসে থাকা কবিতা মঞ্চে গিয়ে আধাখানা উঠে দাঁড়ায়
ফুলের গন্ধে একটু উগ্র ব্যবসায়ী শিরদাঁড়ার কণ্ঠে নড়ে চড়ে গলা ঝাড়ে
নরম নরম চোখে উঁকি দিয়ে আবেগ হাওয়াতে কুলফি খোঁজে
চেয়ারের কাছ দিয়ে কফি হাতে আনমনা ঘাম
বুকের উপর থেকে বৃহদন্ত্রের খাওয়ার হজম করায়
কোলবালশে পাশ ফরে ফিরে রেকর্ডিং শোনে
হাই তুলতে তুলতে আংঙ্করিং য়ে সাগর শুঁকে
কবিতার দাম দেখলে ?
হাতে কালো ছুরি– বোরোলিন লাগিয়ে
বুঝলে?
পাঁচ টাকা দশ টাকা পড়ে থাকলে ট্রেনের ভিখারীর স্ট্যান্ডার্ড থালা চোখে ভাসে
রাখে ভগবান
কার সাধ্য মারে
সেজে মডেল ভিখারী সাজলে কি রোগ সারে?
পাথর শোনে
মাটি দেখে
কবিতা ও ভাবে ভাবায় —-
জিহ্বা কণ্ঠ থাকলেও খায় না থাকলেও খায়
যে খাবে
যে দেবে
যে পাবে
সে এমনি ই পেয়ে যায়—–
ভিখারী হওয়ার দরকার নেই—?
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
ভিখারী হওয়ার দরকার নেই—? চমৎকার প্রকাশ কবি দিদি
loading...
সুন্দর কবিতা।
loading...
ভাল লিখেছেন দিদি।
loading...