একুশে মে
একুশে মে –
তারিখটির গায়ে বড় বড় টিকটিকি আঁচড়াচ্ছে-
রোদগুলো আগুন –
বন্ধুত্ব টি সঙ্গমের জ্বালায় বুক চাপড়াচ্ছে—–
“শিকল”ভাঙা যায় না
টেনে এনে ছবি ই করা যায়-
প্রচণ্ড তাপ
প্রখর ইচ্ছা
মেঘগুলো সবে তাঁর কাছে উড়ে গেল-
জানি না বৃষ্টি আসবে কিনা?
একুশে মে –
গরম মরুভূমির বালি
সে জল হয়ে ভিজিয়ে দিল-
ভেজা ওড়নায় খেলা করা এক বাবুই পাখি
সর্দি ধরতেও
পাখিটি অনেক বড় হয়ে গেল—কোল থেকে দূরে— “অজানা ইগোরোগে ”আক্রান্ত শক্তিশালী মহিষ-
চারিদিকে একুশ তারিখের সিন্নী উড়ছে
ছেলেটি আর পাখি হবেনা—
প্রতি বছরই মহিষ আসে— বাঘ আসে—- সিংহ আসে –
কিন্তু,
আমার আদরের বাবুই পাখি আর ফিরে আসে না—–?
প্রেমে একবারই পাখি হওয়া যায় বারবার নয়–?
loading...
loading...
আপনার লিখা মানে অনাবিল এক স্বতন্ত্রতা। চেতনা এবং চিন্তা অনেকটাই বাস্তব এবং আধুনিক। অভিনন্দন প্রিয় কবি অরুণিমা মণ্ডল। শুভ সন্ধ্যা।

loading...
রূপকের মাঝে মিশে আছে অনেক কিছু! অনেক বিষয়! অনেক মুহুর্ত! অপুর্ব! শুভ সন্ধ্যা সূপ্রিয় কবি অরুণিমা মণ্ডল!
loading...
একুশে মে শিরোনাম কবিতা দারুণ লিখেছেন। শুভেচ্ছা জানুন কবি দিভাই।
loading...
অপূর্ব প্রকাশভঙ্গি; সুগভীর রূপরেখা চেতনার খোরাক জোগায়।

অনেক শুভ কামনা।
loading...
একুশে মে –
গরম মরুভূমির বালি
সে জল হয়ে ভিজিয়ে দিল-
ভেজা ওড়নায় খেলা করা এক বাবুই পাখি
সর্দি ধরতেও
পাখিটি অনেক বড় হয়ে গেল—কোল থেকে দূরে— “অজানা ইগোরোগে ”আক্রান্ত শক্তিশালী মহিষ-
অসাধারণ কবিত্বশক্তি। নিপুণ প্রশংসা রাখলাম অম্লান ভাললাগা থেকে। শুভেচ্ছা রইলো প্রিয় অরুণিমা মণ্ডল
loading...