“ব্লগ” সম্বন্ধীয় কিছু কথা ব্লগ কি !!
আমরা প্রত্যেকেই জন্ম থেকেই “সাহিত্যিক”? ছোটবেলা থেকেই কান্নার সুর, আধোআধো কথা সুর গান ছবি প্রভৃতির প্রতি সহজেই আকৃষ্ট হয়ে পড়ি তাই আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যেই সাহিত্যের বীজ লুকিয়ে আছে! শুধু যত্নে আদরে গাছ লাগানোর গুরু’র প্রয়োজন।
ছোটবেলায় বইয়ের অক্ষরের দিকে সবাই আকৃষ্ট অনেকেই বই ছিঁড়ে খেতে শুরু করে দেয়; তাই বলা যায় প্রতিটি মানুষ ই ইচ্ছে করলেই যেকোনো ভাবে তার অনুভূতির প্রকাশ করতেই পারে আর “লেখক” হয়ে ওঠে।
স্বাধীনভাবে লেখার সবচেয়ে উল্লেখযোগ্য অবলম্বন ব্লগ বলে মনে করি। “ব্লগ” এ নিজেদের একাউন্ট খুলে লিখতে পারি। অপরের লেখা পড়তে পারি। মন্তব্য করতে পারি; তাছাড়া এখানে অনেক প্রকারের লেখা আর বিভিন্ন প্রকারের আলোচনা হওয়া সম্ভব, যেটা লিমিটেড পত্রিকাতে সম্ভব না। আমি অনলাইন পত্রিকার কথা বলছি না আমি ছাপানো পত্রিকার কথাই বলছি। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা লেখা পড়ার থেকে দেখতে ভালোবাসি; মানে ফ্রিতে যেটাই পাই সেটাতেই বেশী সময় অতিবাহিত করে থাকি।
ইন্টারনেটের যুগে অনলাইন পত্রিকা ব্লগ ই একমাত্র সাহিত্যের অবলম্বন হয়ে পড়েছে। একমাসিক দ্বিমাসিক ত্রিমাসিক ছয় মাসিক পত্রিকা কয়জন কেনে? আর কয়জন পড়ে? বলতে পারেন? বেশী নামি পত্রিকা ছাড়া কেউ পড়ে বলেতো মনে হয় না।
সাহিত্যের রমরমা একটা উৎসব উৎসব গন্ধ ছড়িয়ে দেওয়াই সাহিত্যিক কবিদের কাজ !!
অনলাইন ব্লগ পত্রিকাগুলোতে মানুষ যখন ইচ্ছা পড়তে পারছে। একজন ভালো পাঠক হলে পর একজন ভালো লেখক হতে বেশী সময় লাগে না।
শব্দনীড় ব্লগ বহুদিন চলুক;
সবার ভালো শরীর সুস্থতা কামনা করে লেখা শেষ করছি।
loading...
loading...
'ইন্টারনেটের যুগে অনলাইন পত্রিকা ব্লগ ই একমাত্র সাহিত্যের অবলম্বন হয়ে পড়েছে। একমাসিক দ্বিমাসিক ত্রিমাসিক ছয় মাসিক পত্রিকা কয়জন কেনে? আর কয়জন পড়ে? বলতে পারেন? বেশী নামি পত্রিকা ছাড়া কেউ পড়ে বলেতো মনে হয় না।'
আপনার সুচিন্তিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ কবি অরুণিমা মণ্ডল।
loading...
loading...
শব্দনীড় ব্লগ বহুদিন চলুক; এই শব্দনীড় এর সাথে আমরা অনেকেই আছি।
loading...
loading...
চমতকার অনুভব!
loading...
loading...
চমৎকার লেখা
loading...