ঢাকার কোথাও। কাছাকাছি সময়েই তোলা। মাস দুয়েক আগে সম্ভবত।
কলেজ স্ট্রিট, কোলকাতা, ২০১৬। সত্যি দারুণ মধুর ভ্রমণ স্মৃতি। ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলবার সৌভাগ্য হয়েছিল। খুবই আন্তরিক, যেমন হয় শিশুরা, ফুলের মতো শিশিরের মতো সহজ, কোমল।
বেশ কবছর আগে তোলা। ঢাকার কোথাও। খুব সম্ভবত ২০১৩ সাল বা ১৪। আহা, সময় বহতা পানি। পরিষ্কার মনে করতে পারছি স্মৃতিগুলো। একটা ছবি মুহূর্তেই ফিরিয়ে নিয়ে গেল ফেলে আসা সেই দিনে।
ছবিটা ফ্রান্সের, আমার নয়, আমার এক বন্ধুর ফ্লিকার একাউন্ট থেকে নেয়া। দারুণ একটা ছবি। শেয়ার করলাম। ওকে সম্ভব হলে একটা লিঙ্ক পাঠাবো মেইলে।
দুই বা তিন বছর আগের ছবি। বৃষ্টির দিন ছিল। ওরা খেলছিল ছোটো একটি মাঠে। ঢাকার কোনওখানে।
এটা বেশ কবছর আগে তোলা, ২০১৩/১৪। সত্যি দারুণ স্মৃতিকাতর হয়ে পড়ছি ওর ছবিটা নিয়ে লিখতে গিয়ে। খুব চমৎকার সম্পর্ক ছিল আমাদের। বহুবার আমার ক্যামেরার সামনে মডেল হয়ে দাঁড়িয়েছিল। আহা, আজ নির্ঘাত অনেক বড় হয়ে গেছে!
loading...
loading...
অসাধারণ একটি শিরোনাম হয়েছে বটে।
ব্লগে আপলোডকৃত ছবির সাইজ অতিরিক্ত বড় হওয়ায় ব্লগ সার্ভারে ৩ মেগাবাইট থেকে ৫ মেগাবাইট করে জায়গা নিয়েছিলো। পরবর্তীতে ছবিমাপ সম্পাদনা করা হলো। কারণ অতি বড় মাপের ছবি পোস্ট খুলতে সাধারণত সময় বেশী লাগে এবং সার্ভার ভারী হয়ে যায়।
ছবি আপলোডের আগে ছবি সম্পাদনা করে নিলে এই সমস্যাটি থাকে না। ব্লগে ছবি প্রদর্শনের বরাদ্দকৃত জায়গা হলো ওয়াইডে 480 px. অর্থ্যাৎ width="480" height="যতটুকু স্বাভাবিক"/>
ছবি বিবরণ সংযুক্ত করতে পারেন। অনেক ধন্যবাদ মি. অর্ক। শুভ সন্ধ্যা।
loading...
ধন্যবাদ ভাই। ব্যাপারটা আগামীতে লক্ষ্য রাখবো।
loading...
বাহ্ কি দারুণ সব ছবি গুলোন। ছবি সিলেকশন ভালো হয়েছে অর্ক ভাই।
loading...
ধন্যবাদ দাদা। শুভকামনা রইলো।
loading...
আজকের পোস্টকে আমি পূর্ণ বলবো অর্ক দা। অভিনন্দন।
loading...
জি অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা।
loading...
সুন্দর সব ছবি।
loading...
আসলে অনেক ছবি এডিট করার কারণে সঠিক তারিখ না দেখিয়ে এডিটেরটা দেখায়। ধন্যবাদ। শুভকামনা নিরবচ্ছিন্ন।
loading...
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
loading...
চমৎকার!!!!!!
loading...