২০১৭ সালে পড়া বই

প্রিয় শব্দনীড় ব্লগারবৃন্দ ২০১৭ সালে আপনাদের পড়া সেরা বইগুলোর একটা তালিকা করতে চাই। আপনাদের পড়া দেশী-বিদেশী ভালোলাগা বইগুলো মন্তব্যের ঘরে জানান। সাথে অবশ্যই লেখকের নাম দিবেন। দু এক কলম লিখে দিলে তো আরও ভাল। ২০১৮ সালে কি পড়তে চান সেই নিয়েও আলোচনা হতে পারে। কোন বইগুলো পড়বেন সে নামগুলোও লিখুন।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৩-০১-২০১৮ | ৮:২৮ |

    নির্দোষ একটি পোস্টের জন্য ধন্যবাদ মি. আনু আনোয়ার।

    ব্যক্তিগত জীবনে ২০১৭ সাল আমার জন্য ছিলো অস্থিরতার একটি বছর। কিছু বই পড়ার চেষ্টা নিয়েছিলাম শেষ করতে পারি নি। মাঝপথে আটকে আছে। জীবনে কখনও কখনও এমন এক সময় আসে; যখন কোন কথা কাহিনীই আর সেভাবে মনে দাগ কাটে না। বই হয়ে যায় জীবন আর জীবন হয়ে যায় বইয়ের সব অসফল চরিত্রদের একজন। আস্টেপৃষ্ঠে লেপ্টে থাকে কেবলই ব্যর্থতা। 

    GD Star Rating
    loading...
  2. আমির ইশতিয়াক : ০৩-০১-২০১৮ | ১০:৫৩ |

    ২০১৭ সালে কোন বই পড়ে শেষ করতে পারিনি।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৩-০১-২০১৮ | ১৮:০৬ |

    গত বছর পশ্চিম বাংলার লেখকদের বেশ কিছু বই প্রবন্ধ নিবন্ধ আলোচনা পড়ার সুযোগ হয়েছে আমার। সময় এবং স্থানাভাবে মন্তব্যঘরে লেখা হয়ত সম্ভ হবে না। তবে আমি শব্দনীড়ে পোস্ট আকারে লিখব আশা করি। ধন্যবাদ আনু দা। 

    GD Star Rating
    loading...