আপনারা সবাই জানেন আড্ডা দেয়ার আহবানে গত ১২ আগস্ট ২০১৭ তারিখে একটা পোস্ট দিয়েছি। তাতে সাড়া মিলেছে প্রচুর। অনেকে মন্তব্যের মাধ্যমে সাড়া দিয়েছেন। অনেকে ইনবক্স করেছেন। ফোন করেছেন কেউ কেউ। আমি অভিভূত। বুঝা যাচ্ছে আড্ডায় আগ্রহীদের উৎসাহ চরম। সকলের এই উৎসাহ ও উদ্দীপনার প্রেক্ষিতে আগামী ২৫ আগস্ট, ২০১৭ (শুক্রবার) বিকেল ৪:৩০ এ শব্দনীড় আড্ডার সময় চূড়ান্ত করা হয়েছে। সবাই মিলিত হব টিএসসি, ঢাবি তে। আড্ডায় স্বরচিত কবিতা/গল্প পাঠ করা হবে। একটি প্রবন্ধ উপস্থাপন করা হবে।
অংশগ্রহণকারীগণ কবিতা/গল্প/প্রবন্ধের উপর আলোচনা করবেন।
আপনার ব্যস্ত সময়ে ক্যালেন্ডার মার্ক করে রাখতে পারেন এই তথ্যগুলোঃ
শব্দনীড় আড্ডা
তারিখঃ ২৫ আগস্ট ২০১৭
সময়ঃ ৪ঃ ৩০ মিনিট
স্থানঃ টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
যোগাযোগের জন্যঃ
আনু আনোয়ার ০১৭১১৬৩৭৮১১
মোকসেদুল ইসলাম ০১৫১৬৭৭৫৪০৪
আনিসুর রহমান ০১৭৬৬৬৯৮১৫২
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের বন্ধুত্বকে দৃঢ়তর করবে এটাই প্রত্যাশা।
loading...
loading...
আসিতেছি জনাব। অনেকদিন আড্ডা হয় না। এইবার সুযোগ পেয়েছি।
মধ্যমণি না হোক পার্শ্বমণি হয়ে পাশে থাকতে চাই। এইটুকু শান্তনা পেতে চাই।
loading...
আহ কি আনন্দ আকাশে বাতাসে
নীড় আড্ডাতে মুরুব্বী আইতাছে
শুভেচ্ছা আর স্বাগতম
মুরুব্বীর আগমন
loading...
কহিয়াছি স্যার আসিতেছি। গার্ড রেজিমেন্ট রেডি করেন। হেহেহে।
loading...
অবশ্যই রেডি থাকিবে।
loading...
loading...
মিস করব সবাইকে।
loading...
চেষ্টা করে দেখুন না আসতে পারেন কি না! নারায়নগঞ্জ থেকে কিন্তু এখন অনেকেই ঢাকায় অফিস করে। বিশেষ করে যাত্রাবাড়ি ফ্লাইওভার হওয়ার পরে নারায়নগঞ্জ এখন ঢাকার অংশ।
loading...
আমি নরসিংদীতে আছি। নরসিংদী থেকে ঢাকায় আসতে যানজটে পড়লে ৩-৪ ঘন্টা সময় লাগে।
loading...
২৫ তারিখ !! সারাবেলা Exam
loading...
আড্ডাটা কিন্তু বিকেলবেলা। দেখেন আসতে পারেন কিনা
loading...
হাজির হব,ইন শাআল্লাহ!!!!
loading...
অপেক্ষায়
loading...
ইনশাল্লাহ দ্যাখা হবে… কতদিন বুকে বুক মিলাই না…..
loading...
অপেক্ষায় আছি প্রিয় রুদ্র আমিন ভাই।
loading...
দারুন উদ্যোগ, আমি তো পাশেই আছি!
loading...
আশা করি আপনাকে পাব।
আপনার ফোন নাম্বার দিলে যোগাযোগ করতে সুবিধা হবে।
loading...
01712706040
loading...
সবার উৎসাহ উদ্দীপনা দেখে ব্যাপক ভালো লাগছে। শব্দনীড়ের আড্ডায় শুধু অংশ গ্রহন করলেই চলবেনা ! আড্ডাকে করে তুলতে হবে জমজমাট ও স্মৃতিময়। তাই কবিতা আবৃত্তি, গান, গল্পবলা কিম্বা কৌতুক যে যা পাড়েন ঝুলিতে বা পকেটে করে নিয়ে আসতে ভুললে চলবে না কিন্তু !
মুরুব্বী আসবেন বহু দূর থেকে। আমাদের সবার অনুপ্রেরনার অনন্য উৎসের সাক্ষাতে আমরা পুনরায় উজ্জীবিত হব এই প্রত্যাশায় আছি অধির আগ্রহে ।
loading...
আমি অপেক্ষায় আছ আগ্রহে।
loading...
শব্দনীড় পরিবারকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানাই।
আগামী শুক্রবার বিকালে শব্দনীড় আড্ডা খুব খুশির খবর। প্রবল ইচ্ছা থাকার পরও ছুটির অভাবে ৫০০ কি.মি. দূর তেঁতুলিয়া থেকে ২৫ আগস্ট ২০১৭ বিকালে টিএসসি-তে উপস্থিত হতে পারব না বলে কষ্ট হবে। আশা করি এ ধরনের আড্ডার আয়োজন শব্দনীড় পরিবারকে আরও সমৃদ্ধ করবে। আর যদি নিয়মিত আড্ডা আয়োজন হয়; তবে কোন এক আ্ড্ডায় হয়তো শব্দনীড়ের প্রিয় মুখগুলো একনজর দেখার সুযোগ হবে। ততদিন অপেক্ষায় থাকলাম। শব্দনীড় পরিবারের সবার জন্য শুভ কামনা। আগামী শুক্রবারের আ্ড্ডা সফল হোক এই প্রত্যাশায় ……
loading...
খুব ইচ্ছে ছিলো কিন্তু দ্যাখা হচ্ছে না এবার, গত মঙ্গলবার মেয়ের বাবা হয়েছি বলে শুক্রবার আমি মানিকগঞ্জ থাকবো, মঙ্গবার সকালে ঢাকা থেকে মানিকগঞ্জ তারপর বুধবার সকালে আবার ঢাকায় অফিস কিন্তু হাসপাতালে রয়েছে আমার দুই মা আর আমার স্ত্রী, এজন্য আমাকে শুক্রবার সেখানেই যেতে হবে। ক্ষমা করবেন, কথা দিয়ে কথা রাখা হলো না। বেঁচে থাকলে ইনশাল্লাহ পরে কোনো এক সময় তার ইশারায় দ্যাখা হবে।
loading...