সীমানা
আমরা সবসময় দূরে দূরে থাকি,
আরও সত্যি করে বললে
আমিই সব সময় বহু দূরে থাকি।
কেননা আকাশ থেকেই সমগ্র ভূমন্ডল
একই সাথে দেখা যায় সবটুকু !
সময় পরিভ্রমনের সাথে সাথে ।
অথবা পাহাড়ের সুউচ্চ চুড়া থেকে
একটু তাকালে নীচে, বহুদূরে !
শুধু এ মর্তালোক নয় আকাশ ও বদলে যায় যেন ।
আর গভীর