সাহিত্য আড্ডা-৫ (আবৃত্তিঃ নির্মলেন্দু গুনের কবিতা)

তোমার চোখ এত লাল কেন ?

প্রথম কয়েক পর্ব কয়েকটি গান আপনাদের সাথে শেয়ার করার পর মনে হল এবার কবিতার সময় । গান শোনার ক্ষেত্রে মানুষের রুচির তারতম্য অনেক বেশি । আমার প্রিয় গানের মধ্য থেকে আমি কিছু বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শব্দনীড়ের জন্য গান নির্বাচন করতে যেয়ে নিজেই যেন সাগরে পড়ে গিয়েছিলাম। শব্দনীড়ে যেহেতু কবিতাই বেশী প্রকাশিত হয় সেহেতু কবিতা বন্ধুরা অনেক বেশী পছন্দ করবেন বলে আমার ধারনা।

কবি নির্মলেন্দু গুন, যাকে তার কাছের মানুষেরা গুন দা বা গুন্ডা বলে ডাকেন। বাংলাদেশের বর্তমান কবিদের মধ্যে নির্মলেন্দু গুন’কে আমারা জানি সময়ের সেরা কবি হিসেবে। তার অন্যান্য অনেক পরিচয়ের মধ্যে নারীপ্রেমের বিষয়টা মুখ্য । এই সময়ের সেরা ও জনপ্রিয় আবৃত্তিকারদের একজন মাহিদুল ইসলামের কণ্ঠে আমরা শুনবো তার সম্ভবত এই সময়ের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় প্রেমের কবিতা – তোমার চোখ এত লাল কেন ?

তোমার চোখ এত লাল কেন ?

www.youtube.com/watch?v=JzqQy5tDgCQ

আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক ,
শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত।

আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।

আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই
কেউ একজন আমার জন্য ভিতর থেকে দরজা খুলে দিক
কেউ আমাকে খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গি না হোক
কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুরঃ
“তোমার চোখ এত লাল কেন ?”

-নির্মলেন্দু গুন

সাহিত্য আড্ডার আগের পর্ব গুলোঃ
সাহিত্য আড্ডা-১
সাহিত্য আড্ডা-২
সাহিত্য আড্ডা-৩
সাহিত্য আড্ডা-৪

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৭ টি মন্তব্য (লেখকের ৮টি) | ৭ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৭-২০১৭ | ৭:১৫ |

    নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা। কবিতার পাঠক মাত্রই জানেন কবিতা কতখানি মন ছুঁয়ে দিতে পারে। আর তা যদি হয় আধুনিক কবিতার প্রাণ পুরুষ নির্মলেন্দু গুণের কবিতা তাহলে তো চোখ বন্ধ করে তুলে নিতে হয় অক্ষরের প্রজাপতি উড়ানো নির্মলেন্দু গুণের কবিতার বইগুলো। কয়েক দশক ধরেই নির্মলেন্দু গুণ বাংলা কবিতার জমিন চষে ফলিয়ে যাচ্ছেন কবিতার সোনালী ফসল।

    গুণ বাবুর এই কা্লজয়ী কবিতার চাইতে আবৃতিকারের আবৃতি বেশী সুন্দর মনে হয়।
    সাহিত্য আড্ডা’র পঞ্চম পর্বের অভিনন্দন মি. আনিসুর রহামান। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৭-০৭-২০১৭ | ১৩:৩৮ |

      শুভ দিন মুরুব্বী স্যার !

      আপনি ঠিকই বলেছেন ঃকয়েক দশক ধরেই নির্মলেন্দু গুণ বাংলা কবিতার জমিন চষে ফলিয়ে যাচ্ছেন কবিতার সোনালী ফসল।”

      GD Star Rating
      loading...
  2. দীপঙ্কর বেরা : ২৭-০৭-২০১৭ | ৭:৫৪ |

    দারুণ। আবৃত্তি আরও সুন্দর।

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৭-০৭-২০১৭ | ১৩:১৮ |

      অনেক ধন্যবাদ কবি ! আপনার ভাল লেগেছে জেনে প্রিত হলাম !

      GD Star Rating
      loading...
  3. প্রবাল মালো : ২৭-০৭-২০১৭ | ১২:৫৭ |

    প্রিয় কবির প্রিয় কবিতা নিয়ে অাড্ডা! বেশ ভালো, বেশ ভালো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৭-০৭-২০১৭ | ১৩:২৫ |

      ধন্যবাদ প্রিয় কবি ! আপনার পছন্দের প্রিয় কবির কোন কবিতা আমাদের সাথে শেয়ার করলে আমাদের ও অনেক ভাল লাগবে !

      GD Star Rating
      loading...
  4. চারু মান্নান : ২৭-০৭-২০১৭ | ১৩:৩৫ |

    জাত কবির কবিতা বলে কথা,,,,,,,,,https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৭-০৭-২০১৭ | ১৪:৪৬ |

      ঠিক তাই কবি ! ভাল লাগার জন্য ধন্যবাদ কবি !

      GD Star Rating
      loading...
  5. আমির ইশতিয়াক : ২৭-০৭-২০১৭ | ১৬:৫৬ |

    ভালোবাসা রেখে গেলাম।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    GD Star Rating
    loading...
  6. আনু আনোয়ার : ২৮-০৭-২০১৭ | ০:৩৯ |

    আমাদের লোকজন দেখি আড্ডাও দিতে জানে না। আড্ডায় মানুষ গান গায়, গালাগালি করে, গলাগলি করে আরো কত কি করে।

    এরা তো এক এক জন ভদ্রতার অবতার। কবিতা নিয়া আড্ডা কবিও কবিতা দুই চারখান কথা তো কইব। তা না, ভাল লাগছে, মন্দ লাগছে কইয়াই শেষ।

    GD Star Rating
    loading...
    • আনু আনোয়ার : ২৮-০৭-২০১৭ | ০:৩৯ |

      তারপরও একটা জিনিস ভাল লাগছে, লোকজন আইসা মন্তব্য করছে।

      GD Star Rating
      loading...
      • আনিসুর রহমান : ২৮-০৭-২০১৭ | ১১:১৬ |

        অনেকে মন্তব্য করছে এটাই এই প্রচেষ্টার প্রাপ্তি । কিন্তু মন্তব্যকারীর সংখ্যা আমাদের মোট সদস্যের তুলনায় খুবি অপ্রতুল ! আমি এখনও আশাবাদি যে মন্তব্যকারীর সংখ্যা অচিরেই আরও অনেক বারবে !

        GD Star Rating
        loading...
    • আনিসুর রহমান : ২৮-০৭-২০১৭ | ১১:১৩ |

      আসলে আমি চাই আড্ডাটা আমাদের দৈনন্দিন জীবনের আড্ডার মতই হোক। এই জন্য এখানে কোন গুরুগম্ভীর বিষয়ের অবতারনা করা হয় না। শব্দনীড়ের লেখকরা দুই একজন বাদে সবাইই কবি । কবিতা আবৃত্তি নিয়ে আড্ডা জমে না কেন আমার বুঝে আসে না । তাহলে কি কবিরা নিজের কবিতা ছাড়া অন্য কোন কবির কবিতা পছন্দ করেন না ? আবৃত্তি ও না ?

      //সবার জন্য !!!
      এই আড্ডা সবার জন্য উন্মুক্ত । এখানে অত ভাব গাম্ভীর্য বজায় না রেখে যে কেউ যে কোন বিষয়ে মন খুলে কথা বলতে পারেন। আপনার এই রকম আড্ডা ভাল না লাগলে তাও বলতে পারেন। এমনকি শব্দনীড়কে নিয়ে আপনার কোন অভিযোগ থাকলে তাও বলতে পারেন।

      GD Star Rating
      loading...
  7. নীল সঞ্চিতা : ২৮-০৭-২০১৭ | ১৩:৪৭ |

    বেশ অনেকদিন পর ব্লগে এসেই দেখলাম আপনার সাহিত্য আড্ডা সাথে প্রিয় কবিতার আবৃত্তি। মুগ্ধতা নিয়ে ইদানীং কম কবিতাই পড়া হয়। পুরানো এসব কবিতাই ঘুরে ফিরে আসে। গুনের আরেকটা প্রিয় কবিতা ভাগ করে নিলাম।

    “অনন্ত বিরহ চাই,
    ভালোবেসে কার্পণ্য শিখিনি৷
    তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি
    সমস্ত বোধের উৎস গ্রাস করা প্রেম;
    যদি চাও
    ভুলে যাবো,
    তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷

    আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?”

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৮-০৭-২০১৭ | ১৫:৫১ |

      অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগার জন্য এবং প্রিয় কবির আরোও একটি প্রিয় কবিতা আমাদের সাথে ভাগাভাগির জন্য ।
      বার বার ফিরে আসবো এমন আরো অনেক প্রিয় গান, কবিতা এবং আরো আয়োজন নিয়ে । আসা করছি সাথেই পাবো আপনাকে সবসময় ।

      GD Star Rating
      loading...