সার্থক ব্লগিং ও ব্লগিংয়ের সার্থকতা!

শব্দনীড়ের বন্ধুদের প্রতি আমার একটা প্রশ্ন-?
আমরা যারা কম বেশী লেখা লেখি করি তারা ব্লগে কেন আসি ? লেখা প্রকাশের তো আরও অনেক মাধ্যম আছে। তবে ব্লগিং কেন ?

এর উত্তরে আমার মনে হয়, একমাত্র ব্লগ ছাড়া অন্য কোন মাধ্যমে নিজের লেখাকে অন্যের দৃষ্টিতে দেখবার এমন সহজ ও সুন্দর সুযোগ আর নাই। এত বেশী পাঠক, লেখক ও বোদ্ধাদের মন্তব্য, আলোচনা, সমালোচনা ও উৎসাহ, অনুপ্রেরণা অন্য কোন মাধ্যমে লাভ করা যায় না। একই সাথে সমসাময়িক লেখকদের সাথে ও তাদের সদ্য তরতাজা লেখার সাথে পরিচিত হওয়ার এমন সুযোগও অন্য কোন মাধ্যমে নাই তাই আমরা ব্লগে আসি।

উপরোক্ত আলোচনার আলোকে আরও সুনির্দিষ্ট করে বলতে পারি আমরা চাই ব্লগে আমাদের সবাই চিনুক, আমাদের লিখা পড়ুক, ভুলগুলো ধরিয়ে দিক এবং অনুপ্রাণিত করুক।

আমার আবার প্রশ্ন, কিভাবে তা সম্ভব ? আমাদের সবার লিখা তো বহুল পঠিত না বা সবাই আলোচনা, সমালোচনা বা মন্তব্য ও খুব বেশী পাই না। তাহলে ?

আমি আমার মত করে বলছি ধাপে ধাপে।

প্রথম কথাই হচ্ছে আমার লিখা সবাই পড়ুক চাইলে আমাকেও ভালো লিখতে হবে। ভালো লিখলে অন্যান্য সব গুলো নির্ভরশীলতা বা সীমাবদ্ধতা কাটিয়েও আমরা ভালো লেখক হিসেবে পরিচিত হয়ে উঠতে পারি। ভালো লিখতে হলে ভালো বই পড়ার কোন বিকল্প নাই। স্বনামধন্য সব লেখক ও সাহিত্যিকদের বিষয় ভিত্তিক প্রচুর বই আমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ও সাহিত্যের গতি প্রকৃতি বোঝার জন্য। সমসাময়িক নতুন ও স্বনামধন্য লেখকদের বই পড়তে হবে বর্তমান আধুনিক সাহিত্যের ভাব ধারা বোঝার জন্য। চলমান সময়ের লিখা সম্পর্কে জানতে চাইলে পড়তে হবে দৈনিক পত্রিকা, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক সাহিত্য পত্রিকা ও লিটল ম্যগ। আর যদি চাই ঠিক আজকে কোন কবি বা সাহিত্যিক কি ভাবছে বা কি লিখছে তার জন্য পড়তে হবে সাহিত্য ব্লগ।

কিন্তু আমরা যদি বিখ্যাত লেখকদের মত ভালো না লিখি তবে কি আমাদের লিখা কেউ পড়বে না ? আমাদেরকে কেউ চিনবে না ? আমরাই বা ভালো লেখা কিভাবে লিখতে পারি যে আমাদের লেখা সবাই পড়বে ? আমাদেরকে সবাই জানবে ?

ব্লগের একটা সুবিধা হল বিখ্যাত লেখকদের মত ভালো না লিখেও আপনি সবার কাছে পরিচিত হতে পারেন। পেতে পারেন সবার মূল্যবান মন্তব্য, আলোচনা, সমালোচনা, পরামর্শ ও অনুপ্রেরণা। যা আপনাকে ধীরে ধীরে বা রাতারাতি খুবই ভালো মানের লেখক হয়ে উঠতে সাহায্য করবে। আর তা হচ্ছে অন্যের পোষ্টে মন্তব্য করা। অন্যের লিখা পড়ে, বুঝে একটা উপযুক্ত মন্তব্য করতে পারা একটা ভালো লিখার চেয়ে কোন অংশে কম নয়। এ চর্চা আপনার লিখার হাতকে দক্ষ ও শানিত করবে নিশ্চিত। আর তাইতো আমাদের ছোট বেলায় ভাবসম্প্রসারণ ও সারাংশ লিখার প্রতি এত জোর দেয়া হতো।

এই পোস্টের প্রথম স্ক্রিনশট এ শব্দনীড়ের ব্লগারদের মন্তব্য করার একটা চিত্র দেখতে পাবেন এবং বেশী (যদিও তা অপ্রতুল) মন্তব্যকারীদের উপর এর প্রভাবও একটু যত্ন নিয়ে দেখলেই পরবর্তী দুটি স্ক্রিনশটে সহজেই বুঝতে পারবেন।

আমরা অনেকেই উদ্বিগ্ন যে শব্দনীড় কি শুধু মাত্র একটা কবিতা নির্ভর ব্লগ হয়ে যাচ্ছে ? এ প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমরা কি শুধু কবিতাই ভালোবাসি ? বা আমরা কি শুধু কবিতাই লিখি ? শব্দনীড় আমার ব্লগ, আপনার ব্লগ, আমাদের সবার ব্লগ। আমরা একে যেভাবে দেখতে চাই সেভাবেই সাজিয়ে নিতে পারি। আসুন, আমরা আমাদের নিজেদের রুচি ও পছন্দমত আমাদের ব্লগকে সাজাই হরেক রুপে, নানান ঢঙে, নানার অলংকারে।

পরিশেষে প্রত্যাশা আমাদের সবার স্বতঃস্ফূর্ত ও আন্তরিক অংশ গ্রহনে শব্দনীড়ে আমাদের একক ব্লগিং হয়ে উঠুক সার্থক এবং আমরা সমন্বিত ভাবে উপভোগ করি ব্লগিংয়ের সার্থকতা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২৫ টি মন্তব্য (লেখকের ৯টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২২-০৭-২০১৭ | ১৩:২৯ |

    সার্থক ব্লগিং ও ব্লগিংয়ের সার্থকতা!

    শীর্ষক পোস্টে আপনি যথার্থ এবং আমি যেটা ভাবছি সেটারই শব্দালোক করেছেন।
    আপনার সহজ বাচনভঙ্গির এই পোস্টে পাঠকবৃন্দ কেমন প্রতিক্রিয়া দেখাবেন; সেটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে পোস্টে সার্বক্ষণিক দৃষ্টি রাখার জন্য অপেক্ষা নিচ্ছি।

    শ্রমসাধ্য পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সুভাশীষ মি. আনিসুর রহমান।

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২২-০৭-২০১৭ | ২০:১৮ |

      স্যার, আপনার অধীর আগ্রহের প্রতি শ্রদ্ধা রেখে আমি নিজেও প্রতিউত্তর বিলম্বিত করে অপেক্ষায় থেকেছি পাঠকের প্রতিক্রিয়া বোঝার জন্য। অতঃপর ………………..

      GD Star Rating
      loading...
  2. মোকসেদুল ইসলাম : ২৩-০৭-২০১৭ | ১১:৪৬ |

    পোস্টটি সার্থক হবে তখনই যখন এর উদ্দেশ্য হাসিল হবে। সুন্দর একটা পোস্টের জন্য ভালোবাসা ভাই

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৩-০৭-২০১৭ | ১২:৪২ |

      আপনাকে অশেষ ধন্যবাদ দ্বিতীয় মন্তব্যের জন্য। কেউ মন্তব্য করছেনা দেখে তো মনে হচ্ছে উদ্দেশ্য হাসিল হচ্ছে না । তারপর আমি আশাবাদি ভাই।

      GD Star Rating
      loading...
  3. আনু আনোয়ার : ২৩-০৭-২০১৭ | ১৩:০৬ |

    বাংলায় একটা বাগধারা আছে – অরণ্যে রোদন।
    আপনার লেখাটি পড়ে আমার সেই বাগধারাটি মনেপড়ে গেল।

    কিছুদিন আগে আমার এবং আপনার দুটো লিখা পরপর মাননীয় সঞ্চালকদের বিবেচনায় স্টীকি করা হয়। দুটোর বিষয় একই ছিল, হুমায়ূন আহমেদ।

    মজার বিষয় হল দুটো পোস্টেই কোন নীড়ের নিবন্ধিত পাঠকদের অনুপস্থিতি ছিল চরম আকারে। আমার ধারনা ছিল হুমায়ূন যেহেতু পাঠকনন্দিত লেখক, তাঁকে অন্তত অনেকেই অনেক কিছু বলতে চাইবেন। কারো কিছু বলার অগ্রহ ছিল না।

    আমাদের যে কেন এমন প্যাসিভ মানসিকতা তা আমি বুঝতে পারি না। যাই হোক আমি মনে করি আমাদের মাননীয় সঞ্চালকবৃন্দ যদি এখানে সরাসরি হস্তক্ষেপ না করেন তবে পরিস্থিতি অপরিবর্তিত থাকবে।

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ২৩-০৭-২০১৭ | ১৫:০০ |

      মি. আনু আনোয়ার সাহেব এর একটি মন্তব্য আমার দৃষ্টি আকর্ষণ করেছে।
      তিনি লিখেছিলেন …
      “আমার মতে এখন থেকে মনে হয় একটা নিয়ম চালু করার দরকার আছে,

      ১। কোন নতুন ব্লগার ( যিনি সদ্য নিবন্ধন নিয়েছেন) অন্যের পোস্টে গিয়া মন্তব্য না করলে, তাঁর লিখা প্রথম পাতায় যাওয়া উচিত না।
      ___ নতুন ব্লগার নিবন্ধনের হার খুবই কম। Frown

      ২। কোন নতুন ব্লগারের প্রথম পোস্ট যদি কবিতা হয় এবং সেটা যদি যথেষ্ট মান সম্পন্ন এবং ম্যাচিউরড না হয় তবে তার পোস্ট প্রথম পাতায় আসা উচিত না।”

      ___ যে ব্লগার নিবন্ধন নিলে তার লিখাটি প্রথম পাতায় প্রদর্শিত হচ্ছে এতে তার উচ্ছাস হয়তো বাড়ে। এই ধারাটিতে আরোপ আনলে সদ্য ব্লগার উচ্ছাস হারিয়ে ফেলতে পারেন। অনমনীয় চঞ্চল প্রচারমুখী অধৈর্য ব্লগার আসলে ব্লগার নন। Frown

      মূলত শব্দনীড়ের নীতিকে কোনদিকে প্রবাহিত করা উচিত ? আণ্ডারস্কোর চিহ্নতে সবিনয়ে আমার জানতে চাওয়া। সঞ্চালকবৃন্দ কতটা কঠোর হতে পারেন !!

      যথেষ্ঠ ব্লগারের পোস্টও যেখানে নেই তাহলে এমন কঠিন নীতি কি ব্লগের হোম পেজ সচল রাখতে সাহায্য করবে বলে মনে করেন কি আনু আনোয়ার স্যার ?

      GD Star Rating
      loading...
      • আনিসুর রহমান : ২৩-০৭-২০১৭ | ১৭:১৯ |

        আমার মনে হয় যে কোন উপায়ে একটা নিয়ম অন্তত করা দরকার।
        ***নতুন পুরাতন যে কোন লেখক অন্যের পোস্ট অন্তত পাঁচটা মন্তব্য না করে নতুন কোন লেখা পোস্ট করতে পারবে না।***

        অবশ্য মাননীয় সঞ্চালক বৃন্দের কাছে যদি প্রস্তাবটা গ্রহন যোগ্য মনে হয় !

        GD Star Rating
        loading...
      • আনু আনোয়ার : ২৩-০৭-২০১৭ | ২২:০৬ |

        সমস্যা আসলে বাংলা ব্লগিং এর। এই দেশের কিছু অবিমৃষ্যকারী ব্লগারের ( পড়ুন- বালকের) কারনে আজ বাংলা ব্লগিং এর এই দুর্দশা। যাইহোক সেইটা আমাদের আলোচ্য না।

        আপনার মত বিষয়টা নিয়ে আমি নিজেও আজ কয়েকদিন ধরে ভাবছি আসলে সমাধান কি? নতুন ব্লগারের জোয়ারও নাই, মন্তব্যও নাই। তবুও আমার মতে দুইটা বিষয় বিবেচ্য হতে পারে, লেখার মান ও মন্তব্য। মান সম্পন্ন লেখা আনকন্ডিশনালী প্রথম পাতায় যাবে। বাকিদের লেখা প্রথম পাতায় যাবে মন্তব্যের ভিত্তিতে। অর্থাৎ তারা যদি একটা নির্দিষ্টঁ সংখ্যক মন্তব্য না করেন , তবে তাদের লেখা প্রথম পাতায় যাবে না।

        এখন প্রশ্ন করতে পারেন, মানসম্পন্ন কথাটি সাবজেক্টিভ অর্থাৎ মান এর বিচার করবে কে? সেই ক্ষেত্রে আমাদেরকে সঞ্চালকবৃন্দের বিচারের উপর নির্ভর করা ছাড়া কোন উপায় নাই।

        GD Star Rating
        loading...
      • আনু আনোয়ার : ২৩-০৭-২০১৭ | ২২:১৬ |

        প্রশ্ন করতে পারেন এতে তো স্বাধীন ব্লগিং এর মজা থাকল কিভাবে? আমিও একমত মজা থাকে না। কিন্তু উপায় কি?
        পাবলিকরে মজা নেওয়ার সুযোগ দেয়ার পর যদি তার মজা না নেয় তখন সঞ্চালক দের কি করার থাকতে পারে?

        GD Star Rating
        loading...
    • আনিসুর রহমান : ২৩-০৭-২০১৭ | ১৭:০০ |

      আপনার মত আমার উপলদ্ধিও একই আনু আনোয়ার ভাই। যাও কিছু একটা বলবো মুরুব্বী স্যরের উত্তর গুলো পরে আরও নির্বাক হয়ে গেলাম।

      একটা কৌতুক মনে পড়ে গেল।
      এক জমিদার তার এক দরিদ্র প্রজার জমিজমা সহায় সম্পত্তি সব দখল করে নিল এবং তাকে বিনা বাক্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিলো।

      প্রজাঃ হুজুর, আপনি তো আমার সব কিছু কেড়ে নিলেন। আমি এখন বউ, বাচ্ছা, ছেলে, মেয়ে নিয়ে কি করবো ?

      জমিদারঃ তুই কি ও করতে পারবি না।

      আমরা এখন কি করবো তা জানিনা। শুধু জানি আমরা কিও করতে পারবো না। আমার আর কিছু বলার নাই ।

      হা হা হা ………………………… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Shy.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ২৩-০৭-২০১৭ | ২২:২৬ |

      বিনীত সহমত জানাচ্ছি মি. আনু আনোয়ার। সঞ্চালকবৃন্দ দূরদৃষ্টিতে এখন নিজ নিজ এখতিয়ারে দায়িত্বের পরিধি বাড়িয়ে নিতে পারেন। লেটস গো অন। Smile

      * লেখার মান ও মন্তব্য। মান সম্পন্ন লেখা আনকন্ডিশনালী প্রথম পাতায় যাবে। ** বাকিদের লেখা প্রথম পাতায় যাবে মন্তব্যের ভিত্তিতে। অর্থাৎ তারা যদি একটা নির্দিষ্ট সংখ্যক মন্তব্য না করেন, তবে তাদের লেখা প্রথম পাতায় যাবে না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

      GD Star Rating
      loading...
      • আনিসুর রহমান : ২৪-০৭-২০১৭ | ০:০৭ |

        এই ব্যাপারে আমিও আপনাদের দুইজনের সাথে একমত । অর্থাৎ – * লেখার মান ও মন্তব্য। মান সম্পন্ন লেখা আনকন্ডিশনালী প্রথম পাতায় যাবে। ** বাকিদের লেখা প্রথম পাতায় যাবে মন্তব্যের ভিত্তিতে। অর্থাৎ তারা যদি একটা নির্দিষ্ট সংখ্যক মন্তব্য না করেন, তবে তাদের লেখা প্রথম পাতায় যাবে না।

        GD Star Rating
        loading...
  4. আনিসুর রহমান : ২৩-০৭-২০১৭ | ১৭:১৪ |

    আমাদের শব্দনীড়ের কবি সৌমিত্র চক্রবর্তী’র আজকের ফেসবুক স্ট্যাটাসটি ভীষণ ভালো লাগলো । এই পোস্টের প্রসঙ্গের সাথে প্রাসঙ্গিক তাই এখানে সবার জন্য দিচ্ছি ।

    “কবিতা লেখে প্রচুর পাবলিক। পড়ে তার ১ শতাংশ, বোঝে তারও ১ শতাংশ”

    এত দারুন একটা বাণী দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী !!!

    GD Star Rating
    loading...
  5. দ্বীপ সরকার : ২৪-০৭-২০১৭ | ১৪:৫০ |

    যথার্ত বলেছেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

    GD Star Rating
    loading...
    • আনিসুর রহমান : ২৪-০৭-২০১৭ | ২৩:৪২ |

      ধন্যবাদ জনাব আপনার অতি সংক্ষিপ্ত ও মূল্যবান মন্তব্যের জন্য।

      GD Star Rating
      loading...
  6. আনু আনোয়ার : ২৪-০৭-২০১৭ | ১৮:১৮ |

    আরো একটা বিষয় সম্ভবত বিবেচনা করা যায়, পুরনো লেখায় মন্তব্য বন্ধ রাখার অপশনটি তুলে দিলে ভাল হয়।

    GD Star Rating
    loading...
    • মুরুব্বী : ২৪-০৭-২০১৭ | ২২:১৪ |

      পুরনো লেখায় মন্তব্য বন্ধ অপশনটি তুলে দেয়ার ব্যাপারে আগামী মাসে আমরা ব্লগ উন্নয়নকারীর কাছে ডিম্যাণ্ড প্লেস করতে পারি।

      তবে বন্ধ রাখার ব্যাপারে আমি যদ্দুর জানি উন্নয়নকারীর নিজস্ব একটি দর্শন রয়েছে প্লাস ব্লগের কোডিং সিকিউরিটি জড়িত রয়েছে।
      বোধকরি মিসকোডিং জটিলতা এড়ানো।

      GD Star Rating
      loading...
    • আনিসুর রহমান : ২৪-০৭-২০১৭ | ২৩:৩২ |

      পুরনো লেখায় মন্তব্য চালু রাখার চেয়ে নতুন লেখায় মন্তব্যের অভ্যাস চালু করতে পারাটা আরও বেশী জরুরী মনে হয় আমার কাছে। যখন প্রথম পাতার অনেক পোষ্টে দেখি একটির বেশী মন্তব্য নাই তখন মাঝে মাঝে মনে এই ব্লগে মাত্র একজনই ব্লগার আছেন। এমনকি পোষ্ট দাতাও পোষ্ট দিয়ে গায়েব।

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ২৪-০৭-২০১৭ | ২৩:৫৪ |

      GD Star Rating
      loading...
      • মোকসেদুল ইসলাম : ২৫-০৭-২০১৭ | ১৪:৪৪ |

        এভাবে কি ব্লগার খুঁজছেন?

        GD Star Rating
        loading...
      • আনিসুর রহমান : ২৫-০৭-২০১৭ | ২০:৫৩ |

        মোকসেদুল ইসলাম ভাই, যারা ব্লগে এসে শুধু উঁকিমারে কিন্তু লেখা পড়েনা বা মন্তব্য করে না এরা হচ্ছেন তারা।

        GD Star Rating
        loading...
      • মুরুব্বী : ২৫-০৭-২০১৭ | ২১:০৯ |

        সঠিক বলেছেন মি. আনিসুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

        GD Star Rating
        loading...